৪ ওভারে ৯ রান, ৪ উইকেট! এশিয়া কাপে ভারতের চিন্তার কারণ হতে পারেন এই পাক বোলার

India Vs Pakistan Asia Cup 2025 pak bowler Abrar Ahmed may Become Threat for India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে ভারতীয় দলের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন এক পাকিস্তানি বোলার (India Vs Pakistan Asia Cup 2025)। 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্টের আগেই 22 গজে নিজের বোলিং দাপট দেখাতে শুরু করেছেন পাক ক্রিকেটার আবরার আহমেদ। সম্প্রতি এই পাক বোলার, 4 ওভারে 4টি উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হল, দুর্দান্ত স্পেলে 4 ওভারে মাত্র 9 রান দিয়েছিলেন আহমেদ। এছাড়াও 15টি ডট বল করারও কীর্তি করেছেন এই তারকা। আর এই সবটাই ঘটেছে এশিয়া কাপের আগে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহীর এক ত্রিদেশীয় সিরিজে।

পাকিস্তানের জয়ের নায়ক আবরার আহমেদ

এশিয়া কাপের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ চলছে। যার প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শারজায়। গতকাল অর্থাৎ 4 সেপ্টেম্বর, ওই আসরের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং UAE। আর সেখানেই 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট তুলে পাক দলের জয়ের নেপথ্য নায়ক হয়ে উঠেছিলেন আহমেদ। যা ছিল তাঁর কেরিয়ারের সেরা ফিগার স্পেল। বলা বাহুল্য, এই ম্যাচে UAE এর বিরুদ্ধে 31 রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান।

ভারতের চিন্তার কারণ হবেন আবরার?

বৃহস্পতিবারের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাক স্পিনার আবরার যেভাবে জ্বলে উঠেছিলেন, তা দেখে অনেকেই বলছেন এশিয়া কাপের মঞ্চে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন এই পাকিস্তানি ক্রিকেটার। গতকাল, আহমেদের বোলিং আক্রমণের সামনে একেবারে ধরাশায়ী অবস্থা হয়েছিল UAE ব্যাটারদের। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী 14 সেপ্টেম্বর টিম ইন্ডিয়ার চিন্তার কারণ হয়ে উঠতে চলেছেন আবরার? আসলে, ভারতের অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্য কুমার যাদবদের দাপুটে ব্যাটিংয়ের সামনে পাক বোলার ঠিক কতটা জাদু দেখাতে পারেন সেদিকে চোখ থাকবে সকলের।

India Vs Pakistan Asia Cup 2025 pak bowler Abrar Ahmed may Become Threat for India

অবশ্যই পড়ুন: এটাই শেষ ম্যাচ? চোখে জল নিয়ে ‘বিশ্বকাপ খেলব কিনা জানিনা’ বললেন মেসি! তুঙ্গে জল্পনা

উল্লেখ্য, চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান শুভমনকে ক্লিন বোল্ড করার পর এক ভিন্ন ভঙ্গিতে চোখ দেখিয়ে নিজের সাফল্য উদযাপন করেছিলেন এই আবরার আহমেদই। যে কারণে বেশ কিছুদিন শিরোনামে ছিলেন তিনি। বলা বাহুল্য, 26 বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তানের তিন ফরম্যাটেই খেলেছেন। পরিসংখ্যান বলে, এখনও পর্যন্ত 10 টেস্ট খেলে 46টি উইকেট, 11টি ওয়ানডেতে 18টি উইকেট এবং 15টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে 21টি উইকেট ভেঙেছেন এই আহমেদ।

Leave a Comment