সৌভিক মুখার্জী, কলকাতা: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৫ তম জন্মদিন। আর সেই জন্মদিনেই মহিলাদের জন্য বিরাট উপহার দিলেন তিনি। বুধবার মধ্যপ্রদেশের এক সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযানের কথা। আর এর আওতায় ৪ কোটির বেশি মহিলারা বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধের সুবিধা পাবে।
জন্মদিনেই বিরাট অভিযান মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে সেবা পক্ষ অভিযান করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা করা। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। আর এখানে মহিলারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, অ্যানিমিয়া, মানসিক স্বাস্থ্য ও জীবনধারা জনিত রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাবে।
हमारी माताएँ – बहनें राष्ट्र की प्रगति का मुख्य आधार है।
इसलिए ‘स्वस्थ नारी – सशक्त परिवार’ अभियान माताओं – बहनों को समर्पित है, उन्हीं के उज्ज्वल भविष्य के लिए है।
– आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी।#SwasthNariSashaktParivar pic.twitter.com/JEz3NTOAhb
— Jagat Prakash Nadda (@JPNadda) September 17, 2025
অপারেশন সিঁদুরের সাফল্য স্মরণ
স্বাস্থ্য প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর সাফল্যের কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, এটাই নতুন ভারত। পরমাণু হামলার হুমকি আমরা আর ভয় পাই না। আমাদের সেনা ঘরে ঢুকেই শত্রুদেরকে নিকেশ করে দিতে পারে। পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তিনি স্মরণ করেছেন। তিনি দাবি করছেন, ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তানকে হাটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোয় চোখে জল নিয়ে গেটে প্রণাম কর্মীদের! ডানলপ কারখানা আজ যেন শ্মশান
শিল্পক্ষেত্রে বিরাট পদক্ষেপ
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাপারেল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে তৈরি হবে বিশ্বমানের সব বস্ত্র উৎপাদন ইউনিট। তিনি দাবী করেছেন, এই প্রকল্প দেশের শিল্পক্ষেত্রে গতি আনবে এবং কৃষকরা সুফল পাবে। এখন দেখার কবে তা বাস্তবায়িত হয়।