বিক্রম ব্যানার্জী, কলকাতা: “শেয়ার বাজারে বিনিয়োগ করতে কলজেতে দম থাকা দরকার।” আশেপাশে বহু অভিজ্ঞ বিনিয়োগকারীকে এমন কথা বলতে শোনা যায় প্রায়শই। আসলে শেয়ার মার্কেট এমন এক বাজার যেখানে মাত্র 10 হাজার টাকা রেখে কোটিপতি হয়েছেন এমন উদাহরণ যেমন রয়েছে তেমনই লক্ষাধিক টাকা বিনিয়োগ করে পথে বসতে হয়েছে এমন দৃষ্টান্তও কম নেই।
তবে এসবের মাঝেও এই বাজার থেকেই বিপুল অর্থ ঘরে তোলেন ইনভেস্টররা। স্টক মার্কেটের দুনিয়ায় বিনিয়োগকারীদের অর্থকে দ্বিগুণ, চারগুণ, দশ গুণ, এমনকি হাজার গুণ করে থাকে বিভিন্ন মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। সম্প্রতি তেমনই এক স্টকের কথা জানিয়েছেন ইলেকট্রনিক গেজেট প্রস্তুতকারক সংস্থা বোটের সহ প্রতিষ্ঠাতা আমান গুপ্তা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজেই এই স্টকে 12 লাখ বিনিয়োগ করেছিলেন। যা আজ 40 কোটি হয়েছে।
কোন স্টকে বিনিয়োগ করেছিলেন আমান গুপ্তা?
নিজের এক্স হ্যান্ডেলে বোটের সহ প্রতিষ্ঠাতা আমান লিখেছেন, “আমি এনভিডিয়া চিপসে টাকা আয় করতে পারিনি। কিন্তু আমি ভুজিয়া চিপসের টাকা পেয়েছি। মাত্র 12 লক্ষ টাকা রাখায় আজ এই কোম্পানিটি আমাকে 40 কোটি টাকা রিটার্ন দিয়েছে। যদিও প্রথম দিকে এই কোম্পানিতে কেউ বিনিয়োগ করতে চাইত না।”এদিন আমান হিসেব দিয়ে বলেন, “এই সংস্থা 4 বছরে 333× রিটার্ন দিয়েছে। কেউ কেউ এটাকে ভাগ্য বলে। কিন্তু আমি এটাকে সহজাত প্রবৃত্তি বলবো। আমি এটাকে আবেগ, পাগলামি এবং ক্ষুধার সমর্থন বলি। এটি শার্ক ট্যাংক ইন্ডিয়ার ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল ফলাফল।”
বলে রাখি, স্ন্যাকস ব্র্যান্ড অর্থাৎ চিপস, নামকিন, কুকিজের মতো খাবার প্রস্তুতকারক সংস্থা লেটস ট্রাইয়ের স্টকে বিনিয়োগ করেছিলেন বোটের সহ প্রতিষ্ঠাতা আমান গুপ্তা। এই সংস্থার স্টকগুলি বিগত দিনে বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। আমান গুপ্তার মতো বহু ব্যবসায়ী বিশ্বাস করেন, আগামী দিনে শেয়ারবাজার রান পেলে এই সংস্থার স্টকের দাম তরতরিয়ে বাড়বে।
33,233 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক
আমান গুপ্তার মতে, বিগত 4 বছরে তাঁর মতো অসংখ্য বিনিয়োগকারীকে 33,233 শতাংশ রিটার্ন দিয়েছে লেটস ট্রাইয়ের স্টক। বেশ কয়েকটি রিপোর্টও এমনটাই দাবি করছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ভারতীয় সংস্থার স্টকগুলি শেয়ার মার্কেটের চরম অনিশ্চয়তার মধ্য দিয়েও বড় লাফ দিয়েছে। চলতি বছরের জুলাইয়ের দিকে এই স্টকের দাম 500 ছাড়িয়ে যায়। যদিও শেষবারের মতো আজ অর্থাৎ 3 ডিসেম্বর লেটস ট্রাইয়ের স্টক 402 টাকায় ক্লোজ হয়।
অবশ্যই পড়ুন: বাদ রিঙ্কু, ফিরলেন হার্দিক পান্ডিয়া! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা BCCI-র
না বললেই নয়, আমান গুপ্তার মতো বিনিয়োগকারী যাঁরা আজ থেকে 4 বছর অর্থাৎ 2021 সালে সংস্থাটির শুরুর সময় তাদের স্টকগুলিতে বিশ্বাস করে মাত্র 1 লাখ টাকা রেখেছিলেন তাদের সেই আমানতের পরিমাণ আজকের দিনে 3 কোটি 32 লাখেরও বেশি। তবে হিসেবটা যদি 10 লাখে হয় সেক্ষেত্রে 333 গুণ রিটার্নের সাথে মোট আমানতের পরিমাণ দাঁড়াবে প্রায় 33 কোটি 24 লাখে। সব মিলিয়ে, গত বছরগুলিতে বিপুল মুনাফা অর্জনের পাশাপাশি বিনিয়োগকারীদের হাত খুলে রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টকগুলি।