প্রীতি পোদ্দার, কলকাতা: আরও একবার ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সেনাঘাঁটির পালাম বিমানবন্দরে নামতেই প্রিয় ‘বন্ধু’ পুতিনকে করমর্দন ও আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানাতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও একপ্রকার ছক ভেঙেই বিমানবন্দরে সাক্ষাৎ করেন মোদি। শুধু তাই নয় নজর কাড়ল প্রেসিডেন্ট পুতিনকে দেওয়া নরেন্দ্র মোদির উপহার। জানা গিয়েছে এই সাক্ষাৎকার স্বরনীয় করার জন্য রুশ প্রেসিডেন্টের হাতে তিনি তুলে দিলেন ভগবদ্গীতা।
ভারত সফরে ভ্লাদিমির পুতিন
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, সন্ধেয় ভারতের মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ৪ বছর পর ফের ভারত সফরে এসেছেন তিনি। জানা গিয়েছে আজ তিনি নয়াদিল্লিতেই থাকবেন। প্রতিরক্ষা, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও মানবিক বিষয়ে দুই দেশের মধ্যে ভবিষ্যতে সম্পর্ক পোক্ত করতে এই বিশেষ সফর করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য রীতিমত প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে গিয়ে তাঁকে স্বাগত জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয় পরে ‘বন্ধু’কে এক বিশেষ উপহারও দিলেন। উল্লেখ্য, গত বছর জুলাইয়ে মস্কো সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানে তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন ৷ সেই আমন্ত্রণে মোদির যোগদানের চার বছর পর এবার ভারতে পা রাখলেন পুতিন ৷
বিশেষ উপহার দিলেন মোদি
প্রশাসনিক সূত্রে খবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরে আজ ২৩তম ভারত-রাশিয়া হায়দরাবাদ হাউসে বার্ষিক শীর্ষ বৈঠকে যোগদান করতে চলেছেন। সকলেই বেশ উচ্ছ্বসিত এই বৈঠককে ঘিরে। এমতাবস্থায় দিল্লিতে ভ্লাদিমির পুতিনের সফরের প্রথম সন্ধেতেই এক বিশেষ মুহূর্ত সামনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোক কল্যাণ মার্গে বৈঠকের সময় রুশ ভাষায় প্রকাশিত শ্রীমদ্ভগবদ্ গীতা এবার পুতিনকে উপহার হিসেবে দেন তিনি। যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। নিজেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোদি এবং লেখেন যে – “ গীতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়।” এরপর একেবারেই চেনা নিয়ম ভেঙে নিজের সঙ্গে আনা অরাস সেনেটে না চড়ে নরেন্দ্র মোদির ফরচুনা গাড়িতেই রওনা দেন পুতিন।
আরও পড়ুন: চলবে কাজ, শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল করল পূর্ব, রইল তালিকা
বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পরেই প্রধানমন্ত্রী মোদি এদিন তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে, “ আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ সন্ধের পরে এবং আগামীকাল আমাদের মধ্যে কথোপকথনের মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত-রাশিয়ার বন্ধুত্ব একটি সময়-পরীক্ষিত বন্ধুত্ব যা আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে।” ইতিমধ্যেই ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন পুতিন। সেখানে তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন যে, ‘ভারত দারুণ দেশ। ভারতের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের একটি বড় সাফল্য।’