৪ মাসের শিশু কন্যাকে আছার মেরে খুন বাবার! যাবজ্জীবন সাজা আরামবাগ আদালতের

arambagh court

সহেলি মিত্র, কলকাতাঃ নিজের সন্তানের সঙ্গেও যে কোনও বাবা এরকম অমানবিক কাজ করতে পারে সেটা হয়তো কেউ বুঝতেও পারেনি। নিজের ৪ মাসের শিশু কন্যাকে আছার মেরে হত্যা করেহিল ‘গুণধর’ বাবা। আর এবার সেই বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদের সাজা ঘোষণা আরামবাগ মহকুমা আদালতে (Arambagh Court)। ঘটনাটি ঘটেছে হুগলির শ্যামপুর এলাকায়।

৪ মাসের শিশুকে আছার মেরে খুন বাবার

ঘটনার জন্য ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মাসে ফিরে যেতে হবে। হুগলির শ্যামপুরের বাসিন্দা সমীর মালিকের বিরুদ্ধে নিজের চার মাসের ফুটফুটে শিশু কন্যাকে আছার মেরে হত্যা করার অভিযোগ ওঠে। ঘটনার পরের দিনই স্বামীর বিরুদ্ধে হুগলির পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করে তাঁর স্ত্রী। মহিলার দাবি, তিনি স্বচক্ষে গোটা ঘটনা দেখেন। এরপর সমিরের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বিরাট রায় আদালতের

এরপর গত সোমবার সমীরের সাজা ঘোষণা করে হুগলির আরামবাগ মহকুমা আদালতের বিচারক অসিমা পাল। সবরকম সাক্ষ্য প্রমাণের পর মৃত শিশু কন্যাটির বাবার যাবজ্জীবন সাজার ঘোষণা করেন বিচারক। সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের জেল হেফাজতের সাজা দেওয়া হয়।

আরও পড়ুনঃ পড়ানোর নামে ছাত্রীর শ্লীলতাহানি গৃহ শিক্ষকের! ফের শিরোনামে বীরভূম

এক আইনজীবী জানান, ‘যেহেতু পরপর দুটো মেয়ে হয়েছিল ওই ব্যক্তির, তাই ছোট মেয়েটিকে একদম দেখতে পারত না। সেই ছোট মেয়েটিকেই আছার মেরে খুন করে ওই ব্যক্তি। আর এই গোটা ঘটনাটি ব্যক্তির স্ত্রী নিজের চোখে দেখেছিলেন। তাঁরই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে সমীরকে গ্রেফতার করে। এতদিন সে জেলেই ছিল।’

Leave a Comment