৪ মাসে জীবনকৃষ্ণের স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে ২৬ লক্ষ টাকা! বিস্ফোরক দাবি ED-র

Jiban Krishna Saha

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ED নির্দেশের মতোই CBI মামলাতেও একই শর্তে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিকে দুই বছর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন মুর্শিদাবাদের বড়ঞার এই তৃণমূল বিধায়ক। এবার নিজের ও স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হলেন জীবনকৃষ্ণ।

ED-র হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক

উল্লেখ্য, গত সোমবার সাতসকালে আন্দির গ্রামে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় বাড়িতেই ছিলেন বিধায়ক, ইডির উপস্থিতি টের পেতেই পিছনের দরজা দিয়ে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ। সঙ্গে সঙ্গেই তাঁকে ধাওয়া করে ধরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁকে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির ৫ আধিকারিক। দীর্ঘ প্রায় ৬ ঘন্টা জেরা শেষে সোমবার সকালেই গ্রেপ্তার করা হয় তৃণমূল বিধায়ককে। এরপর সন্ধ্যায় ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

৪ মাসে অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকা!

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, আদালতে এদিন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয় । আইনজীবী মারফৎ ইডি আদালতে জানিয়েছেন যে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে মোট ৪৬ লক্ষ টাকা তুলেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যার মধ্যে বিধায়কের স্ত্রী টগরি সাহার অ্যাকাউন্টে গিয়েছে ২৬ লক্ষ টাকা তাও মাত্র চার মাসে এবং বাকি ২০ লক্ষ টাকা ঢুকেছে তাঁর বাবার অ্যাকাউন্টে, আর এই সব টাকাই জীবনকৃষ্ণ পাঠিয়েছিলেন বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে প্রশ্ন উঠছে ধৃত বিধায়কের স্ত্রী পেশায় সামান্য শিক্ষিকা হয়েও কীভাবে তাঁর অ্যাকাউন্টে এত টাকা এল, এবার তা নিয়ে আদালতে উঠল প্রশ্ন।

আরও পড়ুন: চারবার ফোন করেন ট্রাম্প, ধরেননি মোদী! বড় দাবি জার্মান সংবাদমাধ্যমের

বিধায়কের আবেদন খারিজ আদালতের

এদিন অ্যাকাউন্টে মোটা অঙ্কের লেনদেন নিয়ে ধৃত বিধায়কের স্ত্রী টগরি সাহাকেও জেরা করে ED। কীভাবে শিক্ষকতা করে এই লেনদেন সম্ভব? তবে জেরায় বিধায়কের স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এমনকী জীবনকৃষ্ণের বাবার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন নিয়েও জেরা করা হয় বলে ইডি সূত্রে খবর। আর সেই তথ্য তুলে ধরেই এদিন আদালতে ইডি জানায়, জেরায় সবাই জানিয়েছেন জীবনকৃষ্ণের থেকেই এই টাকা তাঁরা পেয়েছেন। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। দীর্ঘ শুনানি শেষে ধৃত তৃণমূল বিধায়কের ছয়দিনের ইডি হেফাজত মঞ্জুর করে ব্যাঙ্কশাল আদালত। অন্যদিকে এদিন জামিন না চাইলেও ইডির নিয়োগ সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চাওয়ার আবেদন জানান তৃণমূল বিধায়ক। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত।

Leave a Comment