৪ মাস লুকিয়ে ছিল ৬ জঙ্গি, হত আরও বড় হামলা! অপারেশন মহাদেবের পর বিরাট তথ্য

সৌভিক মুখার্জী, কলকাতা: মাসের পর মাস ধরে চলছিল মৃত্যু ফাঁদ এবং জঙ্গিদের কার্যকলাপ! তবে শেষ পর্যন্ত অপারেশন মহাদেবের (Operation Mahadev) মাধ্যমে ভারতীয় সেনা সেই আস্তানা গুঁড়িয়ে দিল। হ্যাঁ, নিহত হয়েছে তিন ভয়ংকর জঙ্গি, যাদের মধ্যে পহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড হাশিম মুসা ছিলেন। তবে এবার সেই অভিযানের তদন্তে উঠে আসলো এমন কিছু তথ্য, যা গোটা দেশের টনক নাড়িয়ে দিচ্ছে।

চার মাস ধরে সাজানো হচ্ছিল বড় ফাঁদ

গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, দাচিগামে গতকাল অর্থাৎ 28 জুলাই ভারতীয় সেনা যে অপারেশন মহাদেব হানল, সেখানে নাকি চার মাস ধরে গোপনে ছয়জন লস্কর-ই-তৈবা জঙ্গি লুকিয়ে ছিল। প্রথমে কেউ ভাবতেও পারেনি যে, এই নির্জন দুর্গম জায়গাটি এত বড় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। আর পাহাড়ের গায়ে থাকা এই গোপন ঘাঁটি থেকেই নাকি বিস্ফোরক পহেলগাঁও হামলার পরিকল্পনা করা হয়, যা গত 22 এপ্রিল নিরীহ 26 জনের প্রাণ কেড়ে নেয়।

এমনকি এখানে আরো বড় হামলার ছক কষা হচ্ছিল বলে News 18-এর রিপোর্ট মারফৎ খবর। তদন্তে এও জানা গিয়েছে, ওই ষড়যন্ত্র বাস্তবায়নে সবথেকে বড় ভূমিকা নিয়েছিল ওভারগ্রাউন্ড ওয়ার্কার নামের একটি গোপন নেটওয়ার্ক। আর তাঁরা শুধুমাত্র জঙ্গিদের আশ্রয় বা খাবার নয়, বরং লজিস্টিক সাপোর্ট, অস্ত্র সংরক্ষণ, এমনকি হাই-প্রোটিন ডায়েটেরও বন্দোবস্ত করেছিল। 

অপারেশনের পর ধংস দশটির বেশি জঙ্গি ঘাঁটি

পহেলগাঁও হামলার পর থেকে গোটা অঞ্চলে ভারতীয় সেনা যৌথ অভিযান চালিয়েছে। ফলস্বরূপ ওভারগ্রাউন্ড ওয়ার্কারের নেটওয়ার্ক দ্বারা তৈরি দশটির বেশি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে যায়। আর এই ঘাঁটিগুলি এমনভাবে তৈরি করা হয়েছিল, যা একদিকে জঙ্গিদের নিরাপদে আশ্রয় দিত, তেমনই অস্ত্র এবং খাদ্য মজুদ করে রাখত। 

আরও পড়ুনঃ জাপানকে দেখে শিক্ষা! আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে সতর্ক ভারত

উদ্ধার হল আমেরিকান M-4 রাইফেল

তবে সবথেকে চমক দেওয়া তথ্য উঠে আসছে যখন নিহত জঙ্গিদের কাছ থেকে আমেরিকান M-4 রাইফেলের হদিশ পাওয়া গিয়েছে। হ্যাঁ, এটি আমেরিকা আফগানিস্তান থেকে ফেরার সময় ফেলে যাওয়া এক অস্ত্র ভান্ডারেরই অংশ, যা বর্তমানে তালিবান ও আফগান জঙ্গিগোষ্ঠীরা ব্যবহার করছে। গোয়েন্দারা দাবি করছে, এই অস্ত্র পাকিস্তানের মাধ্যমে ভারত বিরোধী জঙ্গিদের হাতেই তুলে দেওয়া হয়েছে।

Leave a Comment