সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের সবথেকে বড় প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা সংস্থা মারুতি সুজুকি তাদের প্রথম ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল e Vitara বাজারে আনলো (Maruti Suzuki e Vitara)। আজই লঞ্চ হয়েছে e Vitara। প্রথমবার প্রদর্শিত হওয়ার পর থেকেই এই গাড়িটি অটোমোবাইল প্রেমীদের নজর কেড়েছে। খুব শীঘ্রই এবার রাস্তায় চলতে দেখা যাবে এই গাড়িটি। তবে কী কী ফিচার রয়েছে আর কত দাম রয়েছে এই গাড়ির? বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনটির উপর।
10,000 ইউনিটের বেশি রপ্তানি
বলে রাখি, দেশের বাজারে লঞ্চের আগেই e Vitara আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে। কোম্পানির রিপোর্ট বলছে, ইতিমধ্যেই 26টি দেশে 10,000 এর বেশি ইউনিট রপ্তানি করা হয়েছে। আর ভবিষ্যতে তা 100টির বেশি দেশের রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শক্তিশালী ইঞ্জিন
e Vitara তৈরি হয়েছে এবার বিশেষভাবে ডিজাইন করার Heartect-e EV প্ল্যাটফর্মের উপরে। এর মূল বৈশিষ্ট্যগুলি হল বেশি স্ট্রাকচারাল রিজিডিটি, বড় কেবিন স্পেস, হাই-ভোল্টেজ সিস্টেম প্রটেকশন, 2700 মিলিমিটার হুইলবেস এবং 5.2 মিটার টার্নিং রেডিয়াস, যা এই গাড়িটিকে আরও অন্যান্য গাড়ির তুলনায় কয়েকধাপ এগিয়ে রাখছে।
ব্যাটারি এবং রেঞ্জ
মারুতি সুজুকি এই গাড়িটিতে দুই ধরনের ব্যাটারি অপশন দিচ্ছে। প্রথমে রয়েছে 49 kWh ব্যাটারি, যা মোট 105.8 kW পাওয়ার উৎপন্ন করতে পারবে এবং 192.5 Nm টর্ক উৎপন্ন করবে। পাশাপাশি রয়েছে 61 kWh ব্যাটারি, যা 128 kW পাওয়ার উৎপন্ন করতে পারবে এবং 500 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে। পাশাপাশি দুটি ভেরিয়েন্টেই থাকবে সিঙ্গেল স্পিড ইলেকট্রিক ড্রাইভ, ইকো, নরমাল, স্পোর্ট সহ তিনটি ড্রাইভ মোড এবং মাল্টি লেভেল রিজেনারেটিভ ব্রেকিং।
ইন্টেরিয়ারে নতুনত্বের ছোঁয়া
এই গাড়িটির কেবিনে রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের ডিজাইন, যার মধ্যে উল্লেখযোগ্য হল 10.1 ইঞ্চির টাচস্ক্রিন, 10,25 ইঞ্চির ডিজিটাল মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, টুইন-ডেক ফ্লোটিং কন্ট্রোল, ওয়ারলেস কানেক্টিভিটি, মাল্টি কালার অ্যাম্বিয়েন্ট লাইট, ভেন্টিলেটেড সানরুফ।
নিরাপত্তা ফিচার
এদিকে মারুতি সুজুকির e Vitara গাড়িতে থাকছে লেভেল 2 ADAS, 7টি এয়ারব্যাগ, অল ডিস্ক ব্রেক, ইলেকট্রিক পার্কিং ব্রেক, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, 350 ডিগ্রি ক্যামেরা, 50% এর বেশি হাই-টেনসাইল স্টিল বডি এবং ব্যাটারির জন্য এনার্জি অ্যাবজর্বিং মাউন্ট।
আরও পড়ুন: টাটার অ্যানিম্যাল হাসপাতাল ট্রাস্ট থেকে পদত্যাগ করলেন মেহলি মিস্ত্রি!
দাম কত এই মডেলের?
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই মডেলের দাম ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছে, ভারতের বাজারে এই গাড়ির এক্স-শোরুম প্রাইস শুরু হতে পারে মোটামুটি 18 লক্ষ টাকা থেকেই। আর এই গাড়িটি সরাসরি Mahindra BE 6, Hyundai Creta Electric, Tata Curv EV, MG ZS EV, VinFast VF6 এর সাথে প্রতিযোগিতা করবে।