বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে সঠিক জায়গায় বিনিয়োগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তা অবশ্যই ঝুঁকিহীন হওয়া প্রয়োজন। আর সেই নিরিখেই এগিয়ে রয়েছে ভারতীয় পোস্ট অফিসের স্কিমগুলি (Post Office Savings Scheme)। মূলত অল্প টাকা জমিয়ে মেয়াদ শেষে মোটা অর্থ ঘরে তুলতে চাইলে ভারতীয় পোস্ট অফিসের একটি স্কিম আপনার জন্য সেরা বিকল্প হতে চলেছে। আর সেটি হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা RD স্কিম। এই স্কিমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমিয়ে মেয়াদপূর্তিতে বড় ধরনের তহবিল গড়ে তুলতে পারবেন বিনিয়োগকারীরা। সেক্ষেত্রে প্রতিদিন মাত্র 500 টাকা করে সঞ্চয় করলেই এই স্কিম আপনাকে প্রায় 25 লাখ বা তারও বেশি অর্থ ফিরিয়ে দেবে। কীভাবে?
রেকারিং ডিপোজিট সম্পর্কে কিছু কথা
প্রথমেই বলে রাখি, ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতীয় পোস্ট অফিসের প্রতিটি স্কিমই গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তবে সেই সব স্কিমের মধ্যে থেকে অল্প সঞ্চয়ে মোটা রিটার্নের জন্য গ্রাহকদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা RD স্কিমটি। এই স্কিমে একজন ব্যক্তি সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। যদিও পরবর্তীতে এর মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়িয়ে নেওয়া যায়। সবচেয়ে বড় কথা, এই স্কিমে মাত্র 100 টাকা থেকে বিনিয়োগ শুরু করা সম্ভব।
এখানেই শেষ নয়, ভারতের নাগরিক হয়ে থাকলে এই স্কিম আপনাকে বার্ষিক 6.7 শতাংশ সুদ প্রদান করবে। অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট অর্থ দিয়ে বার্ষিক 6.7 সুদ মিলিয়ে 5 বছরে মোটা রিটার্ন পাবেন বিনিয়োগকারী। বলে রাখি, প্রতিদিন নিজের কাছে মাত্র 500 টাকা করে জমালেই এই স্কিম থেকে এককালীন 25 লাখ টাকারও বেশি পেয়ে যেতে পারেন আপনি। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
মাত্র 500 টাকা জমিয়ে 25 লাখ কীভাবে?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম থেকে 25 লাখ টাকা বা তারও বেশি অর্থ পেতে চাইলে প্রতিদিন নিজের কাছে 500 টাকা করে সঞ্চয় করতে হবে বিনিয়োগকারীদের। প্রতিদিন 500 টাকা অর্থাৎ এক মাসে 15,000 টাকা। এই পরিমাণ অর্থই প্রতিমাসে মোট 10 বছরের জন্য বিনিয়োগ করে যেতে হবে রেকারিং ডিপোজিট স্কিমে। সহজে বলি, একজন ব্যক্তি যদি প্রত্যেক মাসে 15,000 টাকা করে প্রথম 5 বছর রেকারিং ডিপোজিট স্কিমে জমানোর পর সেটির মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়িয়ে মোট 10 বছরের জন্য জমান, সেক্ষেত্রে তার মূলধন বা জমানো অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে 3 লক্ষ 60 হাজার টাকায়। এবার এই পরিমাণ অর্থের উপর 6.7 শতাংশ সুদ যোগ হয়ে দাঁড়াবে প্রায় 25 লাখ বা তারও বেশি অর্থে। আসলে পোস্ট অফিসের এই স্কিমের আওতায় সুদের বিভিন্ন নিয়ম অনুযায়ী প্রতিমাসে 15,000 টাকা করে জমিয়ে 10 বছরে 25 লাখের বড় তহবিল করে ফেলতে পারবেন বিনিয়োগকারী।
অবশ্যই পড়ুন: অভিজ্ঞতার ১০ নম্বর নিয়ে কমিশনকে বড় নির্দেশ বিচারপতির
উল্লেখ্য, একজন বিনিয়োগকারী চাইলে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের 12টি কিস্তি পরিশোধ করার পর মোট পরিমাণের থেকে 50 শতাংশ ঋণ হিসেবে নিতে পারেন। সেক্ষেত্রে RD র মূল সুদের চেয়ে এই সুদের পরিমাণ 2 শতাংশ বেশি। আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, যদি কোনও ব্যক্তি মেয়াদ পূরণের আগে এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করে দেন বা মূল রাশি ভেঙে ফেলন তবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাবেন অর্থাৎ 6.7 শতাংশ বার্ষিক সুদের বদলে মোট আমানতের উপর 4 শতাংশ সুদ প্রযোজ্য হবে।