৫০০ সিসি শক্তির সমান! চক্ষু চড়কগাছে তুলবে Honda-র নতুন ইলেকট্রিক বাইক

Honda

সৌভিক মুখার্জী, কলকাতা: পেট্রোল ইঞ্জিনের যুগকে পিছনে ফেলে এবার ইলেকট্রিক দুনিয়ায় বিরাট পদক্ষেপ নিল Honda। ইতিমধ্যেই ইউরোপের রাস্তায় পরীক্ষামূলকভাবে কোম্পানির প্রথম ফুল সাইজ ইলেকট্রিক মোটরসাইক EV FUN Concept চালানো হচ্ছে। 2024 সালে মিলানে অনুষ্ঠিত EICMA প্রদর্শনীতেই প্রথম দেখা মিলেছিল এই বাইকের, যা শক্তির দিক থেকে 500 সিসি পেট্রোল বাইকের সমতুল্য বলে দাবি করা হচ্ছে।

কেমন এই নতুন বাইক?

জানিয়ে রাখি, EV FUN Concept-এ থাকবে ফিক্সড ব্যাটারি প্যাক এবং আধুনিক CCS2 গ্রেডের ফার্স্ট চার্জিং সিস্টেম, বা নেকেড স্টাইলের নকশায় নজর কাড়ছে। পরীক্ষামূলকভাবে এই মডেলটিতে দেখা গিয়েছে TFT ড্যাশবোর্ড, LED DRL, সিঙ্গল-সাইডেড সুইংআর্ম এবং 17 ইঞ্চির হুইল, যেখানে 150 সেকশন পিরেল্লি ডিয়াবলো রোসো 3 টায়ার লাগানো থাকছে। সবমিলিয়ে পারফরম্যান্স এবং লুকের দিক থেকে এই বাইকটি একেবারে সেরার সেরা।

কে পরীক্ষা চালাচ্ছেন?

হোন্ডার ওই অফিসিয়াল ভিডিওতে দেখা গিয়েছে, বাইকটি চালাচ্ছেন মাসাতসুগু তানাকা। তিনি প্রায় দুই দশক ধরেই হোন্ডায় কাজ করছেন এবং তাঁর হাত ধরেই উন্নত হয়েছে একাধিক মডেল। যেমন CBR600RR, CBR1000RR Fireblade, Gold Wing, VFR1200F, Africa Twin এবং NT1100। 2022 সাল থেকেই তিনি হোন্ডা ইলেকট্রিক বিভাগের নেতৃত্ব দিচ্ছেন এবং ICE প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বাইকে ব্যাপক উন্নতি ঘটিয়েছেন।

আরও পড়ুনঃ দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু ঘুমন্ত মা ও দুই মেয়ের, মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়

কবে আসবে বাজারে?

যদিও এই বাইক এখনই বাজারে আসছে না। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এখনও টেস্টিং পর্যায়ে রয়েছে। কিন্তু সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে, উৎপাদন মডেলের কাজ অনেকটাই এগিয়েছে। ফলে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো রাস্তায় নামছে এই অত্যাধুনিক টু-হুইলার।

Leave a Comment