৫০৮ কিমির পথ অতিক্রম করবে মাত্র ২ ঘন্টায়! দেশের প্রথম বুলেট ট্রেনের ভাড়া কত হবে?

India First Bullet Train Fare and other details update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 8-10 ঘন্টার দীর্ঘ সফর শেষ হবে মাত্র 2 ঘন্টায়। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন (India First Bullet Train) নিয়ে আশার আলো দেখালেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ। CNN-News18-এর রিপোর্ট অনুযায়ী, দেশের মাটিতে প্রথম বুলেট ট্রেনের চাকা গড়াতে পারে 2027 সালের মধ্যেই। সে খবরও নিশ্চিত করেছেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত।

2027 সালের মধ্যেই ভারতের মাটিতে ঝড় তুলবে বুলেট ট্রেন!

রিপোর্ট অনুযায়ী, জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ বলেছেন, 2027 সালের মধ্যে ভারতের প্রথম হাই স্পিড রেল করিডোর মুম্বই-আহমেদাবাদ রুটে একটি বুলেট ট্রেন চলবে। শুধু তাই নয়, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করার সময় ট্রেনটির সর্বোচ্চ গতি থাকতে পারে 320 কিলোমিটার প্রতি ঘন্টা!

একাধিক রিপোর্ট দাবি করছে, এক বাণিজ্যনগরী থেকে দ্বিতীয় বাণিজ্যনগরীতে যেতে বুলেট ট্রেনটির সময় লাগবে মাত্র 120 মিনিট। সাধারণত মুম্বই থেকে আহমেদাবাদ যেতে গাড়িতে সময় লেগে যায় 8 থেকে 10 ঘন্টা। এবার সেই দীর্ঘ পথ কম সময়ে অতিক্রম করবে দেশের প্রথম বুলেট ট্রেন।

দীর্ঘ যাত্রাপথে থাকবে 12টি স্টেশন

রিপোর্ট অনুযায়ী, উন্নত প্রযুক্তি সহ বিশ্বমানের জাপানিজ শিনকানশেন বুলেট ট্রেনটি ভারতীয় ট্র্যাকে ওঠার আগেই প্রকাশ্যে এসেছে মুম্বই থেকে আহমেদাবাদ রুটের স্টেশনের তথ্য। জানা যাচ্ছে, বুলেট ট্রেনের এই রুটে মোট 12টি স্টেশন থাকবে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্টেশনগুলি হল, মুম্বই, থানে, ভিরার, সুরাট, ভাদোদরা এবং আহমেদাবাদ।

একাধিক রিপোর্ট অনুযায়ী, বুলেট ট্রেনগুলিতে আধুনিক ও আরামদায়ক আসন, যাত্রীদের জন্য অনবোর্ড সুবিধা সহ একাধিক উন্নত ব্যবস্থা থাকবে। একই সাথে এই ট্রেনে চড়তে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একেবারে নির্ঝঞ্ঝাটে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

অবশ্যই পড়ুন: সরতে হল রজার বিনিকে, BCCI এর ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাজীব শুক্লা!

ভারতের প্রথম বুলেট ট্রেনের ভাড়া কত হবে?

দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা নিয়ে অন্যান্য প্রশ্নের পাশাপাশি দেশবাসীর মনে যে প্রশ্নটা বারবার নাড়া দিচ্ছে তা হল বুলেট ট্রেনের ভাড়া কত হতে পারে। সেই সূত্রে বলি, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত মোট 508 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে বুলেট ট্রেন।

ফলত, বুলেট ট্রেনে চেপে আরামদায়ক যাত্রার পাশাপাশি দীর্ঘ পথ অতিক্রম করতে ভাড়াও বেশি গুনতে হবে যাত্রীদের। আপাতত যা ধারণা করা হচ্ছে, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত পুরো অংশে বুলেট ট্রেনের ভাড়া হতে পারে, মাথাপিছু 3 থেকে 5 হাজার টাকা। যদিও এই ভাড়া নির্ভর করছে যাত্রীদের টিকিটের ক্লাসের উপর। সাধারণত বিলাসবহুল শ্রেণীর টিকিটের ভাড়া 15 হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।

Leave a Comment