৫০ লক্ষ ইউনিট বিক্রি! দেশের ইতিহাসে রেকর্ড গড়ল Maruti Suzuki Alto

সৌভিক মুখার্জী, কলকাতা: অনেকেই হয়তো ভাবেন, দেশের সর্বকালের সেরা বিক্রি হওয়া গাড়ি Swift, WagonR, Hyundai Creta বা Mahindra Scorpio। তবে না, আসল সত্য অন্য জায়গায়। কারণ ভারতের ইতিহাসে সবথেকে বেশি গাড়ি বিক্রি হয়েছে Maruti Suzuki Alto। আসলে Alto সেই গাড়ি, যার বিক্রি 50 লক্ষ ইউনিট ছাড়িয়েছে, যা আজও কোনো গাড়ির পক্ষে সম্ভব হয়নি। 

Alto-র যাত্রা কেমন ছিল?

এই গাড়ির যাত্রা শুরু হয়েছিল একদম সাদামাটা ভাবেই। কিন্তু ধীরে ধীরে তা দেশের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সবথেকে পছন্দের গাড়ি হয়ে ওঠে। 2004 সালে Alto দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষস্থানে পৌঁছয়, যখন তার বিক্রি 1 লক্ষ ইউনিট ছাড়ায়।

এরপর 2008 সালে এই গাড়ি 10 লক্ষ ইউনিটের মাইলফলক, 2012 সালে 20 লক্ষ, 2016 সালে 30 লক্ষ এবং 2020 সালে 40 লক্ষ ইউনিট বিক্রি হয়ে Alto একেবারে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। এমনকি 2024 সালের মধ্যে Alto গড়ে প্রায় 50 লক্ষ ইউনিট গাড়ি বিক্রি করে ফেলেছে।

মধ্যবিত্তদের বাজেটে সেরা মাইলেজ

বর্তমানে বাজারে বিক্রি হওয়া Maruti Suzuki Alto K10 মডেলে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা 67bhp পাওয়ার এবং 89Nm টর্ক উৎপন্ন করতে পারে। আর এই গাড়িতে রয়েছে সিএনজি ভার্সনের অপশন। সে কারণেই Alto K10-এর সিএনজি ভার্সনের মাইলেজ প্রায় 34 কিলোমিটার প্রতি কেজি, যা দেশের অন্যান্য গাড়ির তুলনায় সেরা।

আরও পড়ুনঃ চালু e-Aadhaar অ্যাপ! ঘরে বসেই করা যাবে আপডেট, নতুন সিস্টেম আনছে UIDAI

ফিচারে নেই কমতি

কম দামে পাওয়া গেলেও Alto K10-এ এমন কিছু আধুনিক ফিচার রয়েছে, যা অন্যান্য গাড়ির তুলনায় একধাপ এগিয়ে থাকে। হ্যাঁ, এই গাড়িতে থাকছে 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস এবং ডুয়াল এয়ার ব্যাগ ও রেয়ার পার্কিং সেন্সর।

তবে এই গাড়ির দাম অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই সাশ্রয়ী। ভারতের বাজারে এই গাড়ির এক্স শোরুম প্রাইস মাত্র 4.23 লক্ষ টাকা এবং সবথেকে টপ ভ্যারিয়েন্টের দাম 6.21 লক্ষ টাকা পর্যন্ত। তাই দাম ও ফিচারের কম্বিনেশনে এই গাড়ি সত্যিই সেরা।

Leave a Comment