বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরানে খেলতে না যাওয়াই কাল হল। মোহনবাগানকে আগামী 2 বছরের জন্য পুরোপুরি নির্বাসিত করল AFC (AFC Bans Mohun Bagan)। এখানেই শেষ নয়, বড়সড় শাস্তির পাশাপাশি সের্জিও লোবেরার দলকে 50 হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। সেই অর্থ মেটাতে হবে ক্লাবকে। সবুজ মেরুন সমর্থকদের দাবি, “কস্মিনকালে AFC র তরফে এত বড় শাস্তি পায়নি মোহনবাগান দল।”
ঠিক কোন কারণে এত বড় শাস্তি?
গত সেপ্টেম্বরের 30 তারিখ, গ্রুপ সি তে থাকা ইরানের দল সেপাহান এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্ট এর। তবে শেষ পর্যন্ত ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানের বদলে নিরপেক্ষ কোনও ভেন্যুর আবেদন জানায় সবুজ মেরুন। ক্লাবের এমন অবস্থানে একপ্রকার চুপ ছিলেন ফুটবলাররা। শেষ পর্যন্ত আবেদনের সাড়া না মেলায় ইরান সফর বাতিল করে দেয় বাগান ম্যানেজমেন্ট। মূলত সে কারণেই এবার AFC র কড়া শাস্তির মুখে পড়তে হল শুভাশিস বসুদের।
বুধবার, AFC একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছে, ইরানে সেপাহানের বিরুদ্ধে খেলতে না যাওয়ায় মোহনবাগানকে আগামী 2 বছরের জন্য নির্বাসিত করা হচ্ছে। শুধু তাই নয়, মোহনবাগান ক্লাবকে জরিমানা বাবদ 50 হাজার মার্কিন ডলার দিতে হবে। যা পরিশোধ করার জন্য 30 দিন সময় পাবে মোহনবাগান। এক কথায় আসন্ন জানুয়ারির মধ্যে এই অর্থ মিটিয়ে দিতে হবে তাদের।
অবশ্যই পড়ুন: কিডনির বিরল রোগে আক্রান্ত IPL 2026 এ KKR-র ভরসা ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিন
সব মিলিয়ে, দুই মরসুম AFC র ক্লাব প্রতিযোগিতা থেকে নির্বাসন, 50 হাজার ডলারের জরিমানার পাশাপাশি মোহনবাগানের সমস্ত পয়েন্ট কেড়ে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এও শোনা যাচ্ছে, এবছর ACL 2 খেলে মোহনবাগান যে অর্থ পেয়েছিল সেটাও আগামী 30 দিনের মধ্যে ফিরিয়ে দিতে হবে গোয়েঙ্কার দলকে। এক কথায়, ইন্ডিয়ান সুপার লিগের অনিশ্চয়তার মাঝে AFC র শাস্তি নিয়ে একেবারে চিড়ে-চ্যাপটা অবস্থা শহরের এই ঐতিহ্যবাহী দলের।