৫২২ টাকার দিনমজুর প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি

Prajwal Revanna

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি হয়েও দিনমজুরের কাজ! বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় সংশোধনাগারে লাইব্রেরি ক্লার্ক হিসেবে কাজের দায়িত্ব পেলেন প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। এই কাজে আবার মজুরি হিসেবে জেল কর্তৃপক্ষ প্রতিদিন ৫২২ টাকা করে দেবে বলে জানিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই রব পড়ে যায় রাজনৈতিক মহলে।

কেন জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বল?

উল্লেখ্য, কর্ণাটকের হাসান জেলায় একটি খামারবাড়িতে পরিচারিকাকে আটকে রেখে বারবার ধর্ষণ করার অভিযোগ উঠেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি (এস) নেতা প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে। এমনকি নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। শেষে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) প্রজ্জ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। তারপরেই আগস্টে পরিচারিকাকে ধর্ষণের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি (এস) নেতা প্রজ্জ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করেছিল কর্নাটকের বিশেষ আদালত। এইমুহুর্তে তিনি বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। এমতাবস্থায় দিনমজুরির কাজ জুটল তাঁর কপালে।

কী কী দায়িত্ব থাকবে তাঁর?

গতকাল অর্থাৎ রবিবার জেল আধিকারিক সূত্রে জানা যায়, সংশোধনাগারের গ্রন্থাগারে করণিকের কাজ পেয়েছেন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না। কোনও বন্দি সংশোধনাগার থেকে বই নিতে চাইলে, তাঁকে সেই বই দেওয়ার দায়িত্ব থাকবে রেভান্নার উপর। কে, কবে, কোন বই গ্রন্থাগার থেকে নিচ্ছেন, কবে ফেরত দিচ্ছেন, সেই হিসাবও রাখতে হবে প্রাক্তন সাংসদকে। তবে এর জন্য তাঁকে দেওয়া হবে মজুরি। নির্দিষ্ট দায়িত্ব পালন করার পরে প্রতিদিন ৫২২ টাকা করে মজুরি দেওয়া হবে রেভান্নাকে। আসলে জেলের নিয়ম অনুসারে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের কাকে কোন কাজের দায়িত্ব দেওয়া হবে, তা নির্ভর করে প্রত্যেকের দক্ষতা এবং জেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর, আর তাতেই রেভান্নাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোদী, শাহর সঙ্গে পোড়ান হল রবীন্দ্রনাথেরও ছবি! মালদার কাণ্ডে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

গত বছরেও যেখানে হাসানের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না প্রতি মাসে মূল বেতন হিসেবে ১.২ লক্ষ টাকা পেতেন শুধু তাই নয়, বিভিন্ন ধরনের ভাতা ও অন্যান্য সুযোগসুবিধাও পেতেন। কিন্তু এখন তিনি মাসে আয় করবেন মাত্র ৫২২ টাকা। তাও কায়িক শ্রম করে। এইমুহুর্তে ধর্ষণকাণ্ডে জড়িত থাকার কারণে সাংসদ পদ চলে যাওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভুগছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি। গত রবিবার থেকে শুরু হয়েছে তাঁর কারাবাস। তাঁর পরিচয় কয়েদি নম্বর ১৫৫২৮। মাসের মধ্যে অন্তত ১২ দিন কাজ করতে হয় তাদের। তবে আদালতে হাজিরা এবং আইনজীবীদের সঙ্গে বৈঠক থাকায় প্রজ্বলের ক্ষেত্রে সেই সময়সীমা আপাতত কমানো হয়েছে।

Leave a Comment