বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে শেয়ার বাজারের যা অবস্থা তাতে বিনিয়োগ করতে গিয়ে কয়েকশো বার ভাবতে হচ্ছে ইনভেস্টরদের। আসলে শেয়ার বাজার হল এমন এক অনিশ্চয়তার বাজার যা একজন বিনিয়োগকারীকে যেমন রাতারাতি কোটিপতি বানায়, তেমনই এক ধাক্কায় পথেও বসাতে পারে। তবে এই ওঠা পড়ার মাঝেও এমন অনেক স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ রিটার্ন দিয়ে থাকে। শেয়ার বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, এই ধরনের স্টকের দাম যে আগামী দিনে বাড়তে পারে তার একটা আভাস আগে থেকেই পাওয়া যায়। আজকের প্রতিবেদনে রইল এমনই এক স্টক বা শেয়ারের তথ্য, যেই সংস্থায় 5 কোটি টাকার বেশি মূল্যের শেয়ার রয়েছে খোদ অভিজ্ঞ বিনিয়োগকারী প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) পরিবারের।
এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে UBS
ভারতীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান ফেডারেল ব্যাঙ্কের স্টক বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মুখের হাসি বজায় রেখেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ 15 ডিসেম্বর দুপুর সাড়ে তিনটে নাগাদ এই সংস্থার একটি স্টকের ক্লোজিং প্রাইস ছিল 264.45 টাকা। তবে আগামী দিনগুলিতে এই সংস্থার স্টকের দাম 300 ছাড়িয়ে যাবে বলেই দাবি করছে সুইস আর্থিক বহুজাতিক পরিষেবা সংস্থা বা বিনিয়োগ ব্যাঙ্ক UBS।
এই আর্থিক প্রতিষ্ঠানটির তরফে দাবি করা হয়েছে, ফেডারেল ব্যাঙ্ক যেভাবে সাম্প্রতিককালে নিজেদের ব্যবসা বাড়িয়েছে তাতে আগামী কিছুদিনের মধ্যেই এই সংস্থার স্টকগুলির দাম 200 র গণ্ডি পেরিয়ে 300 বা তারও বেশি মূল্যে ট্রেড করবে। এখানেই শেষ নয়, UBS এই সংস্থার স্টকটিকে বাই রেটিং দিয়েছে। সহজে বলতে গেলে, বিনিয়োগকারীরা যাতে এই সংস্থার স্টকে বিনিয়োগ করেন সেই পরামর্শই দিয়েছে সুইজারল্যান্ডের আর্থিক বহুজাতিক পরিষেবা সংস্থাটি। এই সংস্থার বিশেষজ্ঞদের স্পষ্ট দাবি, আগামী দিনগুলিতে এই স্টকের দাম 250 টাকা থেকে 310 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ বর্তমান দাম থেকে প্রায় 24 শতাংশ পর্যন্ত লাফাবে এই স্টকগুলি।
অবশ্যই পড়ুন: শীতে কাবু না বাড়বে গরম! কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া?
UBS বিশ্বাস করে, ফেডারেল ব্যাঙ্কের অপারেটিং ক্ষেত্রগুলি আগামী দিনে আরও উন্নত হবে। শুধু তাই নয়, ব্রোকারেজের তথ্য অনুযায়ী, এই আর্থিক প্রতিষ্ঠানটির ক্রেডিট ব্যয় দ্বিতীয় ত্রৈমাসিকে 15 বেসিস পয়েন্ট হ্রাস পেলেও আগামী দিনে সংস্থাটির আর্থিক অবস্থান স্থিতিশীল পর্যায় পৌঁছবে বলেই দাবি করছেন অভিজ্ঞরা। সবচেয়ে বড় কথা, ভারতীয় ফেডারেল ব্যাঙ্কে 5 কোটি 90 লাখ টাকারও বেশি মূল্যের শেয়ার রয়েছে ভারতীয় অভিজ্ঞ বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী এবং পরিবারের। যা সংস্থাটির মোট শেয়ারের 2.42 শতাংশ। তাছাড়াও সাম্প্রতিককালে ফেডারেল ব্যাঙ্কের স্টকগুলির উপর আস্থা রেখেছেন শেয়ার বাজারের বিশ্লেষকরাও। সবমিলিয়ে, এই স্টক থেকে আগামী দিনে বড় লাভ ঘরে তোলা যাবে এমনটা আশা করা খুব একটা বোকামো হবে না বলেই মনে করছেন শেয়ার বাজারের সাথে যুক্ত বিনিয়োগকারীরা।