প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে চারিদিকে এখনও ধুন্ধুমার পরিস্থিতি। এমতাবস্থায় বুধবার গাইঘাটার মতুয়া ঠাকুরবাড়িতে মতুয়াদের উপরে হামলার অভিযোগকে কেন্দ্র করে আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনার প্রতিবাদে পথ অবরোধের কর্মসূচির ডাক দিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।
SIR নিয়ে মতুয়াদের মধ্যে ধুন্ধুমার
উল্লেখ্য, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে SIR-এ ১ লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এর পরেই গাইঘাটার ঠাকুরবাড়িতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের আরেক সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সেই সভায় দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। অভিযোগ শান্তনু ঠাকুর ও তাঁর দলবল ইচ্ছে করেই মারপিট শুরু করেছিল। এদিকে এই ধস্তাধস্তিতে গোঁসাই পরিষদের সম্পাদক নান্টু হালদারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছিল গাইঘাটা থানায়। এদিকে এখনও পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এবার সেই কারণে ফের রাজ্যজুড়ে পথ অবরোধ করতে চলেছেন মমতাবালাপন্থী মতুয়ারা।
আরও পড়ুনঃ আজিমগঞ্জ থেকে দীঘা অবধি চলুক বন্দে ভারত, রেলের কাছে গেল প্রস্তাব
পথ অবরোধ কর্মসূচি বছরের শুরুতে
মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানিয়েছেন, “ মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ১২ জন বহালত তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ওরা আমাদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তাই এই ঘটনার প্রতিবাদে ও বাকি ১২ জনের গ্রেপ্তারের দাবিতে আমরা আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে রাজ্যে নানা প্রান্তে পথ অবরোধ করতে চলেছি। তাঁদের স্পষ্ট দাবি, “একজন গ্রেপ্তার হয়েছে। যতক্ষণ গ্রেফতার না হবে আমাদের আন্দোলন চলবে।” রবিবার ঠাকুরনগরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: বিজেপিকে হারাতে অঘোষিত জোট বাম-তৃণমূলের! অবাক কাণ্ড পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে
মমতাবালাপন্থী মতুয়াদের নতুন বছরের শুরুতে পথ ধর্মঘটের ডাক দেওয়া নিয়ে শান্তনু ঠাকুর পরিচালিত মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন বলেন, “ওরা অবরোধ কর্মসূচি করতেই পারে কিন্তু সেদিন মতয়ারা বুঝিয়ে দেবেন যে তারা ওদের সঙ্গে নেই।” এদিকে গ্রেফতারির প্রসঙ্গে গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে তল্লাশি চলছে। দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ, শুধু তাই নয় একাংশকে তলব করা হয়েছে। এবার দেখার পালা আগামী ৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে কতটা প্রস্তুতি শুরু করে মমতাবালাপন্থী মতুয়ারা।