৫ বছরের FD-তে ৮% সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, দেখুন তালিকা

Best FD Rates Banks 2025 these banks will give you 8 percent interest on FD

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বছর তৃতীয় বারের মতো রেপো রেট কমানোর পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবায় বেশ কিছু বদলের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমজনতার সাথে ব্যাঙ্কিং পরিষেবাকে জুড়তে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মেইনটেনের বিষয়টি আরও সহজ করা হচ্ছে। আর ঠিক সেই আবহে, উঠে আসছে বেশ কিছু রিপোর্ট। তাতে একেবারে স্পষ্ট দাবি করা হচ্ছে, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এবং SIP র দুনিয়ায় বেশ কিছু ব্যাঙ্ক (Best FD Rates Banks) তাদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে 8 শতাংশ সুদ দিচ্ছে। তাও আবার মাত্র 5 বছরের মেয়াদেই।

5 বছরের মেয়েদে 8 শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি

নিজের কষ্টার্জিত অর্থ ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার আগে জেনে নেওয়া উচিত কোথায় লাভ সবচেয়ে বেশি। এক কথায়, যেই ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ সহ রিটার্ন দেয় সেখানেই মূলত বিনিয়োগের জন্য ছোটেন আমজনতা। আজকের প্রতিবেদনে রইল তেমনই তিনটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান যারা মাত্র 5 বছরের মেয়াদে FD তে 8 শতাংশ সুদ প্রদান করে। সেই সাথে রয়েছে 3 কোটি টাকা পর্যন্ত বীমার সুবিধাও। কোন কোন ব্যাঙ্ক দিচ্ছে এমন সুবিধা?

Suryoday Small Finance Bank

নিজের কষ্টের টাকা 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চাইলে গ্রাহকদের বেছে নিতে হবে Suryoday Small Finance Bank টিকে। এই আর্থিক প্রতিষ্ঠান মাত্র 5 বছরের FD র ক্ষেত্রে আমানতের উপর বার্ষিক 8 শতাংশ সুদ প্রদান করে থাকে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র 60 বছরের কম বয়সি ভারতীয় নাগরিকরা। প্রবীনদের ক্ষেত্রে সুদের পরিমাণটা আরও বেশি। তাহলে আর দেরি কীসের! আজই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করতে পারেন এই ব্যাঙ্কে।

Jana Small Finance Bank

মূলত FD স্কিমে বিপুল ইন্টারেস্ট দেওয়ার জন্য জনপ্রিয় এই Jana Small Finance Bank ব্যাঙ্কটিতে আপনি যদি মাত্র 5 বছরের জন্য FD করেন সেক্ষেত্রে এই ব্যাঙ্ক আপনার মোট আমানতের উপর 8 শতাংশ থেকে 8.5 শতাংশ পর্যন্ত রিটার্ন দেবে। এক্ষেত্রে বলি, মূলত সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা FD তে 8.5 শতাংশ রিটার্ন পান।

অবশ্যই পড়ুন: ফাইনাল জিতে মোহনবাগানের কাছে শিল্ড হারের যন্ত্রণা কাটাতে চান ইস্টবেঙ্গল তারকা

Ujjivan Small Finance Bank

ভারতের ক্ষুদ্র ফিন্যান্স ব্যাঙ্ক Ujjivan Small Finance Bank
সম্পর্কে কমবেশি অবগত সকলেই। এই ব্যাঙ্কই মাত্র 5 বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 7.2 শতাংশ সুদ দিচ্ছে। এক কথায়, এখানে অর্থ রাখলে রিটার্ন নিয়ে চিন্তা করতে হবে না বিনিয়োগকারীদের। এই ব্যাঙ্কই FD তে প্রবীণ নাগরিকদের 7.95 অর্থাৎ প্রায় 8 শতাংশ সুদ দিয়ে থাকে।

Leave a Comment