বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ থেকে 5 বছর আগে যে স্টকটাকে এক প্রকার উপেক্ষা করেছেন বহু বিনিয়োগকারী, সেই স্টকই আজ সাফল্যের চূড়ায়। সাধারণত অল্প সময় যে ধরনের স্টক বিপুল পরিমাণ রিটার্ন দেয় তাদের বলা হয় মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock), এবার সেই উপাধি একেবারে ছিনিয়ে নিয়েছে ভারতীয় সংস্থা অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের স্টকগুলি। জানলে অবাক হতে হয়, এই সংস্থার স্টকগুলি একটা সময় 2 টাকারও কম দামে বিক্রি হয়েছিল, আজকের দিনে দাড়িয়ে তার একটির দাম 1400 ছাড়িয়েছে।
1 লাখ রাখলে আজ পেতেন 9 কোটিরও বেশি
1994 তে প্রতিষ্ঠিত মিডিয়া কোম্পানি অধিকারী ব্রাদার্স টেলিভিশন প্রাইভেট লিমিটেড বিগত দিনগুলিতে টেলিভিশন ব্রডকাস্টিং দুনিয়ায় একেবারে ঝড় তুলেছে। যার দৌলতে লাফিয়ে বেড়েছে কোম্পানির মুনাফা। স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, 2020 সালে দাঁড়িয়ে এই সংস্থার স্টকের দাম 2 টাকারও কম ছিল। বৃহস্পতিবার সেই স্টক 1401 টাকায় ট্রেড করেছে। এর আগে NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 1392 টাকায় পেনি স্টকটি ওপেন করা হয়েছিল, তবে বৃহস্পতিবার বেলা গড়াতেই কোম্পানির শেয়ারের দাম 1323 টাকার ইন্ট্রা ডে উচ্চতায় পৌঁছয়।
বলাই বাহুল্য, গত এক মাসে এই সংস্থাটির স্টকগুলি গ্রাহকদের 76 শতাংশ রিটার্ন দিয়েছে। একইভাবে 6 মাসের নিরিখে স্ত্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের স্টকগুলি 139 শতাংশ রিটার্ন প্রদান করেছে। তবে যদি হিসেবটা 5 বছরের জন্য করা হয় সেক্ষেত্রে, 2020 সালের নভেম্বর থেকে চলতি নভেম্বরের মধ্যে 5 বছরে শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের স্টক বিনিয়োগকারীদের 93806% রিটার্ন দিয়েছে। সহজে বললে, 2020 সালে করোনাকালে একজন ব্যক্তি যদি 2 টাকা মূল্যের এই স্টকে মাত্র 1 লক্ষ টাকা রাখতেন তবে আজকের দিনে তিনি 9.04 কোটি টাকার মালিক হতেন। বিশেষজ্ঞদের বলছেন, আগামী দিনে বাজারে গতির এলে এই স্টক এর দামও তরতরিয়ে বাড়বে।
অবশ্যই পড়ুন: বাড়িতে গাড়ি, FASTag-এ কেটে নেয় ৫৫ টাকা টোল! ৮০০ গুণ জরিমানা কমিশনের
উল্লেখ্য, ভারতীয় মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড সংস্থাটি গত 24 নভেম্বর, একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় জানিয়েছে, বোর্ডের তরফে অনুমোদনের পর সংস্থার নাম শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড থেকে আকিলন নেক্সাস লিমিটেড করা হল।