৫ লক্ষ টন চাল আমদানি করবে বাংলাদেশ! বিজ্ঞপ্তি জারি হতেই ১০% দাম বাড়ল পশ্চিমবঙ্গে

Rice Import

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশের চালের যোগান স্থিতিশীল রাখার উদ্দেশ্যে বিরাট পদক্ষেপ নিল ওপার বাংলার সরকার। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি খাতে প্রায় 5 লক্ষ মেট্রিক টন চাল আমদানির (Rice Import) অনুমোদন দেওয়া হয়েছে। আর এর মধ্যে 4.61 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 39 হাজার মেট্রিক টন আতপ চাল।

এই সময়ের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বাংলাদেশের মোট 242টি প্রতিষ্ঠান এই বরাত পেয়েছে, যা আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই গুদামজাতক করা হবে। সরকারি হিসাব মতে, চলতি বছরে বাংলাদেশে মোট 9 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হবে, যার মধ্যে 4 লক্ষ মেট্রিক টনের দায়িত্ব পেয়েছে সরকারি সংস্থাগুলি।

অতিবৃষ্টির ধাক্কায় বেড়েছে আমদানির প্রয়োজনীয়তা

উল্লেখ্য, জুলাই-আগস্ট মাসে অতিবৃষ্টির কারণে বাংলাদেশের ধান চাষীরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিল। খাদ্য সুরক্ষায় চালের যোগানের সম্ভাবনা নিয়ে গত কয়েক মাস ধরেই চলছিল আলোচনা। আর অবশেষে 10  আগস্ট আনুষ্ঠানিকভাবে আমদানির দরপত্র প্রকাশ করে দিলে ঢাকা সরকার।

খাদ্য মন্ত্রকের এক পরিসংখ্যান অনুযায়ী, 2024-2025 অর্থবছরে বাংলাদেশ 13 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করেছিল। আর এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এ বছর ইতিমধ্যেই 8 লক্ষ মেট্রিক টন চাল গিয়েছে ভারত থেকে, যার মধ্যে বেশিরভাগ গিয়েছে হুগলি, বর্ধমান, বীরভূম জেলার মিল থেকেই।

কেন বাড়ছে রাজ্যে চালের দাম?

এদিকে বাংলাদেশে চাল রপ্তানির সম্ভাবনা দেখার পর থেকে রাজ্যের চালের দাম আকাশ ছুঁয়েছে। হ্যাঁ, গত দেড় মাসে 7 থেকে 10% বেড়েছে চালের দাম। রাজ্যের রাইস মিল সংগঠনের কর্তা দীপক প্রামানিক বলেছেন, বাংলাদেশ টেন্ডার দিলেও কতটা চাল এই রাজ্য থেকে যাবে, তা নিশ্চিত করা যাচ্ছে না। বাংলা ছাড়াও বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড় থেকেও চাল রপ্তানি হচ্ছে। 

আরও পড়ুনঃ 6500mAh ব্যাটারি, DSLR-কে টেক্কা দেবে ক্যামেরা! বাজেটের মধ্যে লঞ্চ হল Vivo V60 5G

এদিকে আমদানি করা চালের ক্ষেত্রে কালোবাজারি রোখার জন্য কিছু কঠোর নির্দেশও মানতে হবে। প্রথমত, চালের পরিমাণ গুদামজাত ও বাজারজাত তথ্য এবার সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। দ্বিতীয়ত, যে বস্তায় চাল আমদানি হবে, সেই বস্তাই বাজারে ছাড়া বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি এক সংস্থার নামে আমদানি করা চাল অন্য সংস্থার নামে গুদামজাত করা যাবে না। এখন দেখার বিষয়, আগামী মাসগুলিতে দাম কোথায় গিয়ে দাঁড়ায়।

Leave a Comment