৫ লক্ষ বিনিয়োগে সুদ থেকেই আয় হবে ২,২৪,৯৭৪ টাকা! দারুণ স্কিম পোস্ট অফিসের

Post Office Time Deposit Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: নিশ্চিত আর ঝুঁকিমুক্ত বিনিয়োগের কথা উঠলেই সবাই পোস্ট অফিসকে বেছে নেয়। কারণ, পোস্ট অফিসের সেভিংস স্কিম এক্ষেত্রে দারুণ অফার দিয়ে থাকে। আর এখানে সরকারি গ্যারান্টি তো পাওয়া যায়ই, পাশাপাশি নিরাপত্তা যেমন থাকে, তেমন রিটার্ন নিয়েও কোনওরকম চিন্তা করতে হয় না। এমনই একটি জনপ্রিয় স্কিম হলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme), যাকে অনেকে পোস্ট অফিসের এফডি বলেও চেনে।

কত সুদ মেলে এই স্কিমে?

জানিয়ে রাখি, বর্তমানে পাঁচ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ৭.৫% হারে সুদ দেওয়া হয়। আর এই সুদের হার নির্ধারণ করে থাকে কেন্দ্র সরকার অর্থাৎ অর্থ মন্ত্রক। তবে সুদের হার সময়ে সময়ে বদলাতে পারে। কিন্তু যেদিন আপনি টাকা জমা দেবেন, সেই সময়ের হার অনুযায়ী রিটার্ন পাবেন।

৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেই লক্ষীলাভ

ধরুন, আপনি এই স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। সেক্ষেত্রে আপনি যদি পাঁচ বছর পর আর পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ, বছরে ৭.৫% সুদের হার মোট সুদ পাবেন ২,২৪,৯৭৪ টাকা। ফলত ম্যাচুরিটিতে আপনার হাতে আসবে ৭,২৪,৯৭৪ টাকা। অর্থাৎ, সুদ থেকেই আপনার প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা আয় হচ্ছে।

কীভাবে খুলবেন পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট?

এই স্কিমে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। প্রথমে নিকটবর্তী কোনও পোস্ট অফিসে যেতে হবে। তারপর টাইম ডিপোজিট স্কিমের আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে। আর টাকা জমা দিলেই অ্যাকাউন্ট খুলে যাবে। তবে এক্ষেত্রে কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। আর সেগুলি হল আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের ফটো।

আরও পড়ুন: এই ৩০টি ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের দিতেই হবে OTP, জানিয়ে দিল রেল

প্রসঙ্গত, এখানে যেহেতু সরকারের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে আর বাজারের ওঠানামার উপর কোনও প্রভাব নেই, তাই এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি নিশ্চিত এবং স্থির রিটার্ন পাওয়া যায় এই স্কিমে, আর মধ্যবিত্ত এবং সিনিয়র সিটিজেনদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প। তাই আজই এখানে বিনিয়োগ করুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।

Leave a Comment