৫ লাখ হয়েছে ১০ লাখ, ১ মাসেই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে ৩২ পয়সার এই স্টক

This Multibagger Stock gave a 106 percent return in just 1 month

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “শেয়ার বাজারে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকা যায় না!” অভিজ্ঞ বিনিয়োগকারীদের মুখে প্রায়শই শোনা যায় এমন উক্তি। আসলে শেয়ার বাজার এমনই এক বাজার, যা একজন বিনিয়োগকারীকে রাতারাতি কোটিপতি যেমন বানায়, তেমনই তাঁর সর্বস্ব খুইয়ে তাঁকে পথেও বসায়! তাই বারবার বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলেন অভিজ্ঞরা।

তবে এসবের ঊর্ধ্বে গিয়েও বেশকিছু শেয়ার বা স্টক বিনিয়োগকারীদের বুকের বল অনেকটাই বাড়িয়েছে। আসলে অল্প সময়ে বিপুল রিটার্ন প্রদানকারী স্টকগুলিকে স্টক মার্কেটের ভাষায় বলা হয় মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) বা উচ্চ লাভদায়ী স্টক। আর সেটা যদি পেনি স্টক হয়, তাহলে তো সোনায় সোহাগা। আজকের প্রতিবেদনে রইল তেমনই এক 32 পয়সার পেনি স্টকের গল্প, যা মাত্র এক মাসে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে।

মাত্র 1 মাসে 5 লাখ হয়েছে 10 লাখ

আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় জিভি ফ্লিমস লিমিটেডের স্টক। ভারতের এই চলচ্চিত্র প্রযোজনা সংস্থাটি বিগত কিছুদিনে ব্যাপক মুনাফা অর্জন করেছে। মূলত সে কারণেই এই সংস্থার স্টকগুলি মাত্র এক মাসের মধ্যে বিনিয়োগকারীদের দ্বিগুণেরও বেশি রিটার্ন দিয়েছে। জানলে অবাক হতে হয়, গতমাসে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 32 পয়সা। সেই স্টক আজ অর্থাৎ ডিসেম্বরে দাঁড়িয়ে 66 পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। শেষবারের মতো গতকাল অর্থাৎ রবিবারও এই সংস্থার একটি স্টকের দাম 66 টাকা ছিল।

যদিও আজকের দিনে দাঁড়িয়ে জিভি ফ্লিমস লিমিটেড নামক চলচ্চিত্র জগতের এই সংস্থাটির একটি স্টক 64 টাকার কম দামে ট্রেড করেছে। সোমবার বিকেলের দিকে 63 টাকায় ক্লোজ হয়েছে এই স্টক। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই স্টকের দাম আরও বাড়বে। তবে যেটা না বললেই নয় তা হল, মাত্র এক মাসের মধ্যে 32 পয়সার এই স্টক বিনিয়োগকারীদের 106 শতাংশ রিটার্ন প্রদান করেছে।

সহজে বলতে গেলে, গত মাস অর্থাৎ অক্টোবরে যদি একজন ব্যক্তি এই স্টকে 5 লাখ টাকা বিনিয়োগ করতেন, তবে আজকের দিনে তার মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতো 10 লাখেরও বেশি অর্থে। অর্থাৎ এক মাসের মধ্যে টাকা ডবল করার বড় দৃষ্টান্ত তৈরি করেছে জিভি ফিল্মসের। স্টকগুলি। যার কারণে অনেকেই এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন।

অবশ্যই পড়ুন: হাওড়া থেকে বিনা টিকিটে ৩০০ যাত্রীকে বন্দে ভারতে যাত্রার অনুমতি দিল রেল

52 সপ্তাহের পারফরমেন্স

ভারতের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জিভি ফ্লিমস লিমিটেডের স্টকগুলি বিগত 52 সপ্তাহের মধ্যে শেয়ার বাজারের দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে এক ধাক্কায় সর্বোচ্চ 82 পয়সায় ট্রেড করেছিল। আবার এই স্টকই দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 30 পয়সায় পৌঁছেছিল। গত মাসের 4 তারিখ এই স্টকের দাম ছিল 30 থেকে 32 পয়সার কাছাকাছি। যা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই রকেটের গতিতে রিটার্ন দিয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই বিবৃতিও প্রকাশ করেছে ভারতীয় সংস্থাটি।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment