সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের শ্রমবাজারে এবার আশার আলো। হ্যাঁ, কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচী রুপায়ন মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট বলছে, জুলাই 2025-এ বেকারত্বের হার (Unemployment rate) 5.2%-এ নেমে এসেছে, যেখানে জুন মাসে ছিল 5.6%। আর এই রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে, ধীরে ধীরে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং বেকারত্বের হার কমছে।
বেড়েছে শ্রমবাজারে অংশগ্রহণের হার
এদিকে 2025-এর জুলাই মাসে 15 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বেড়ে দাঁড়িয়েছে 54.9%, যেখানে জুন মাসে ছিল 54.2%। পাশাপাশি গ্রামীণ এলাকায় এই হার 56.5% এবং শহর এলাকায় এই হার 50.7%।
India’s umemployment rate eased to 5.2 percent in July, showing modest improvement. But beneath the headline numbers, urban joblessness remains a challenge@ShivanChanana explains. pic.twitter.com/JLZz6EVgro
— WION (@WIONews) August 20, 2025
পুরুষ বনাম মহিলাদের অংশগ্রহণ
উল্লেখ্য, শ্রমশক্তিতে পুরুষ ও মহিলাদের অংশগ্রহণের বৈষম্য এখনো স্পষ্ট। তবে মহিলাদের অংশগ্রহণে বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা গিয়েছে। হ্যাঁ, গ্রামীণ পুরুষদের ক্ষেত্রে লেভার ফোর্স পার্টিসিপেশন রেট জুলাই মাসে ছিল 78.1% আর শহরের পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল 75.1%।
এদিকে মহিলাদের ক্ষেত্রে গ্রামীণ অঞ্চলে শ্রমবাজারে অংশগ্রহণ জুন মাসের 35.2% থেকে বেড়ে 36.9%-এ পৌঁছেছে এবং শহরের মহিলাদের ক্ষেত্রে এই হার অনেকটাই কমে মাত্র 23.5%-এ দাঁড়িয়েছে। উল্লেখ্য, দেশজুড়ে গড়ে মহিলাদের ওয়ার্কার পপুলেশন রেশিও দাঁড়িয়েছে 31.6%।
কর্মসংস্থানের সামগ্রিক ছবি
জানিয়ে রাখি, ওয়ার্কার পপুলেশন রেশিও অর্থাৎ যারা শ্রমশক্তিতে অংশ নিয়ে বাস্তবে কাজ পাচ্ছে, সেই অনুপাতেও সামান্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। গ্রামীণ এলাকায় এই হার জুন মাসে 53.3% থেকে বেড়ে জুলাই মাসে 54.4% হয়েছে, আর শহর এলাকায় এই হার জুন মাসের 46.8% থেকে বেড়ে 47.0% হয়েছে।
আরও পড়ুনঃ মাত্র ২০০ মিটার! ভারতের সবথেকে ছোট স্টেশন এটিই, রয়েছে ভরপুর খনিজ ও প্রাকৃতিক সৌন্দর্য
তবে পরিসংখ্যান বলছে, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি সামগ্রিক উন্নতির সবথেকে বড় কারণ। তবে শহরের মহিলাদের ক্ষেত্রে এই হার অনেকটাই কম। এদিকে পুরুষদের কর্মসংস্থান স্থিতিশীল থাকলেও সামগ্রিকভাবে শ্রমবাজারে অংশগ্রহণ ও কর্মসংস্থান, দুই ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে।