৬০০ উইকেট নিয়ে বিশ্বের তিন নম্বর বোলার হয়ে উঠলেন এই KKR তারকা

KKR Player World Record he becomes World third bowler with 600 wickets in T20 cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও ঢের দেরি। তার আগে চলতি মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 16 ডিসেম্বর গড়াবে IPL 2026 এর মিনি নিলাম আর তার আগেই বিরাট কীর্তি গড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার তথা স্পিনার সুনীল নারিন (KKR Player World Record)। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য সম্প্রতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে 600 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। আর তাতেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন আন্দ্রে রাসেলের প্রাক্তন সতীর্থ।

বিশ্বের তৃতীয় বোলার এবং দ্বিতীয় স্পিনার হয়ে উঠলেন KKR স্টার

গতকাল অর্থাৎ বুধবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন আবুধাবি নাইট রাইডার্স এবং শারজাহ্ ওয়ারিয়র্স। আর সেই ম্যাচেই 4 ওভারের কোটায় মাত্র একটি উইকেট তুলেই বিশ্বরেকর্ড করেছেন অধিনায়ক সুনীল নারিন। বলাই বাহুল্য, গতকাল আবুধাবি নাইট রাইডার্সের জয়ের ম্যাচে প্রথম উইকেট তুলতেই টি-টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারের 600 উইকেট সম্পূর্ণ করেন নাইট তারকা নারিন। আর সেই সূত্র ধরেই বর্তমানে টি-টোয়েন্টি 600 উইকেটের কৃতিত্ব অর্জনকারী তৃতীয় বোলার এবং দ্বিতীয় স্পিনার হয়ে উঠেছেন তিনি।

না বললেই নয়, এর আগে গোটা টি-টোয়েন্টি ক্রিকেটে 600 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য তথা কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়াইন ব্রাভো এবং আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এবার সেই দুই মহারথীর পর তিন নম্বর বোলার হিসেবে বিশেষ কৃতিত্ব অর্জন করলেন নাইটদের ঘরের ছেলে।

অবশ্যই পড়ুন: ৩৫৮ করেও হার, ভারতের পরাজয়ের নেপথ্যে মূল কালপ্রিট এই ৫ প্লেয়ার!

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম প্লেয়ার সুনীল নারিন, যিনি আজ পর্যন্ত তাঁর গোটা IPL কেরিয়ারে একমাত্র দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন। বলে রাখি, বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগের 189টি ম্যাচে অংশ নিয়ে কলকাতার জার্সি গায়ে মোট 1780 রান করেছিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। একই সাথে বল হাতে ভেঙেছেন 192টি উইকেট। বলে রাখি, 2024 IPL সিজনে কলকাতার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন নারিন।

Leave a Comment