৬০০ মিলিয়নের গণ্ডি পার, বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক! ধারেপাশে নেই কেউ

Elon Musk Net Worth

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের ধনীদের তালিকায় আবারও বিরাট তকমা অর্জন করলেন ইলন মাস্ক। সোমবার প্রকাশিত ফোর্বসের এক রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত সম্পদের নিরিখে তিনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির মুকুট অর্জন করলেন। হ্যাঁ, তাঁর সম্পদ এবার ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল (Elon Musk Net Worth। আর স্পেসএক্সের সম্ভাব্য আইপিও এবং টেসলার শেয়ারের উত্থানের কারণেই তাঁর মুকুটে এই পালক।

মাস্কের মুকুটে নয়া পালক

রিপোর্ট অনুযায়ী, সোমবার দুপুর বারোটা নাগাদ ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৭ বিলিয়ন মার্কিন ডলার। আর তাঁর এই সম্পত্তি বৃদ্ধির পেছনে সবথেকে বড় অবদান রেখেছে স্পেসএক্স এবং টেসলা। কারণ, বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলাতে মাস্কের ১২% শেয়ার রয়েছে। কিন্তু টেসলার গাড়ি বিক্রি সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে। যদিও চলতি বছরে সংস্থার শেয়ারের দাম আবারও ১৩ শতাংশ ঊর্ধ্বগতিতে ঠেকেছে। পাশাপাশি মাস্ক জানিয়েছিলেন, কোনও নিরাপত্তা পর্যবেক্ষক ছাড়া পরীক্ষামূলকভাবে রোবটিক্স চালানো হচ্ছে। আর সে কারণে শেয়ারের দাম হঠাৎ করে ৪ শতাংশ বেড়ে যায়।

এদিকে নভেম্বর মাসে টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের ১ ট্রিলিয়ন মার্কিন ডলার বেতন প্যাকেজের অনুমোদন দিয়েছিল। আর এটি কর্পোরেট ইতিহাসে সবথেকে বড় বেতন প্যাকেজ হিসাবেই ধরা হচ্ছে। টেসলাকে শুধুমাত্র গাড়ি নির্মাণকারী সমস্ত নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্স শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করার কারণেই মাস্কের এই উত্থান। পাশাপাশি ইলন মাস্কের আরও এক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপ xAI এখন আলোচনায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ১৫ বিলিয়ন মার্কিন ডলার নতুন বিনিয়োগ পেতে চলেছে। যার ফলে তাদের মোট বাজার মূলধন হতে পারে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের ঝটকা দিয়ে শূন্যপদ কমাল স্কুল সার্ভিস কমিশন!

উল্লেখ্য জানিয়ে রাখি, চলতি বছরের অক্টোবর মাসে প্রথমবার ৫০০ মিলিয়ন ডলারের গণ্ডি টপকেছিলেন মাস্ক। আর মাত্র কয়েক মাসের ব্যবধানে এবার পৌঁছলেন ৬০০ বিলিয়ন মার্কিন ডলারে। রিপোর্ট মারফৎ, স্পেসএক্স আগামী বছর শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে। এর ফলে তাদের মোট সম্পদ দাঁড়াতে পারে ৮০০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে মাস্কের ৪২ শতাংশ শেয়ার রয়েছে স্পেসএক্সের সঙ্গে। ফলে তাঁর মোট সম্পদ আরও ১৬৮ বিলিয়ন মার্কিন ডলার বাড়তে পারে বলেই অনুমান।

Leave a Comment