৬৫ কিমি মাইলেজ, মধ্যবিত্তদের বাজেটে সেরা বাইক Honda CD 110 Dream

Honda CD 110 Dream

সৌভিক মুখার্জী, কলকাতা: আধুনিক যুগে দাড়িয়েও ভারতের বাইক বাজারে এমন কিছু মডেল রয়েছে, যেগুলি এখনও ধুমধুমিয়ে চলছে। হ্যাঁ, সেই তালিকায় Honda CD 110 Dream একেবারে অন্যতম। 2011 সালের লঞ্চ হওয়া এই মডেলটি মধ্যবিত্ত পরিবারের জন্য এখনো সেরা ভরসা।

সাশ্রয়ী দাম থেকে শুরু করে 65 কিমি/লিটার মাইলেজ, সবমিলিয়ে সাধারণ মানুষের প্রথম পছন্দের বাইক এটি। যদিও এর উৎপাদন এখন বন্ধ হয়েছে, তবুও আজও দেশের রাস্তায় প্রচুর পরিমাণে Honda CD 110 Dream চলতে দেখা যায়।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

তখনকার সময়ে এই বাইকটির ডিজাইন যথেষ্ট আধুনিক ছিল, আর সহজ-সরল এবং ব্যবহার বান্ধব বাইক ছিল এটি। এই বাইকের সিট হাইট 800 মিলিমিটার, যা দুই ধরনের রাইডারের জন্যই একেবারে সেরা বিকল্প। পাশাপাশি বাইকটির ওজন ছিল মাত্র 109 কেজি। ফলে নিয়ন্ত্রণে রাখা যেত খুবই সহজ।

এমনকি কালো-লাল, কালো-নীল এবং কালোন-সবুজ, এই তিনটি ভেরিয়েন্টের অপশনে এই বাইকটি বাজারে এসেছিল। প্রিমিয়াম ফিনিশিং না থাকলেও এর বিল্ড কোয়ালিটি সত্যিই দারুণ ছিল, যা দীর্ঘদিন টেকসই হত।

ইঞ্জিন ও পারফরম্যান্স

Honda CD 110 Dream-এ ছিল 109.9 সিসি-র একটি এয়ার কুল ইঞ্জিন, যা 8.31 bhp পাওয়ার এবং 9.09 Nm টর্ক উৎপন্ন করতে পারত। এমনকি এর টপ স্পিড ছিল 86 কিলোমিটার/ঘন্টা, যাতে 4 স্পিড গিয়ার বক্স যুক্ত ছিল।

তবে আজকের তুলনায় এই পরিসংখ্যান খুব একটা আকর্ষণীয় না হলেও শহরের ব্যবহারের জন্য তখনকার সময়ে এটি ছিল যথেষ্ট। আর সবথেকে বড় গুণ ছিল এর স্মুথ ও ভাইব্রেশন-ফ্রি রাইড। জার ফলে শহরের ব্যস্ত রাস্তাতেও রিল্যাক্সে চালান যেত, কোনো অসস্তিবোধ করতে হত না।

মাইলেজে চমক

ARAI সার্টিফাইড 65 কিলোমিটার/লিটার মাইলেজ ছিল ওই বাইকের সবথেকে বড় আকর্ষণ। হ্যাঁ, বাস্তবে ব্যবহার করলেও 60 থেকে 62 কিলোমিটার মাইলেজ পাওয়া যেত। আর 8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক একবার ভর্তি করলে প্রায় 500 কিলোমিটার চলতে পারত এই বাইক। তখন পেট্রোলের দাম ক্রমশ বাড়ছিল। ঠিকসেই সময় দীর্ঘ যাত্রার জন্য কম খরচে ছিল এই বাইকটি সেরা বিকল্প।

উল্লেখ্য, টেলিস্কোপ ফ্রন্ট সাসপেনশন এবং ফ্রি লোডেড হাইড্রোলিক রিয়ারের জন্য উঁচু-নিচু রাস্তাতেও ধাক্কা ভালোভাবে সামলাতে পারত এই বাইক। আর 130 মিমি ফ্রন্ট ড্রাম ব্রেক শহরে যথেষ্ট সুরক্ষা দিত। পাশাপাশি 179 মিমি গ্রাউন্ড ক্লিয়ারনেস গ্রামীণ খারাপ রাস্তাতেও ভরসা যোগাত। 

আরও পড়ুন: নবম থেকেই বই খুলে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা! নয়া সিদ্ধান্ত CBSE বোর্ডের

আজকে দিনেও কি মেলে এই বাইক?

উল্লেখ্য, কোম্পানি এই বাইকের উৎপাদন সম্প্রতি বন্ধ করেছে। তবুও বেশ কিছু সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখনো কিছু ভালো কন্ডিশনের Honda CD 110 Dream পাওয়া যেতে পারে। কম মেইনটেন্যান্স খরচ, বেশি মাইলেজ ও নির্ভরযোগ্যতার জন্য আজও সাধারণ মানুষের পছন্দের বাইক এটি।

Leave a Comment