৬৭২০ mAh ব্যাটারি, উন্নত ক্যামেরা সহ অত্যাধুনিক ফিচার্স! আসছে Motorola-র নয়া ফোন

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর। মোবাইল জগতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড Motorola এবার ভারতের বাজারে নিয়ে আসলো শক্তিশালী স্মার্টফোন Moto G86 Power 5G। দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী ব্যাটারী, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে, সব মিলিয়ে এই ফোন হয়ে উঠেছে মধ্যবিত্তদের জন্য সেরা আকর্ষণ।

আসলে এই ফোনে রয়েছে এমন কিছু ফিচার্স, যেগুলি সাধারণত প্রিমিয়াম ফোনেই দেখা যাচ্ছে। তবে দাম শুনলে তো চোখ কপালে উঠবে। কারণ, মাত্র 16 হাজার টাকার মধ্যেই মিলছে এই ফোন। চলুন দেখে নেওয়া যাক, এই ফোনের সমস্ত ফিচার্স এবং সুবিধা সম্পর্কে।

ডিজাইন ও ডিসপ্লে

Moto G86 Power 5G কোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটি pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফলে স্ক্রলিং বলুন বা গেমিং, সবই হবে একেবারে স্মুথভাবে। আর এই ডিসপ্লের রেজোলিউশন 2712×1220 পিক্সেল আর পিক ব্রাইটনেস থাকছে 4500 নিটস। ফলে সূর্যের আলোতেও সবকিছু স্পষ্ট দেখা যাবে। শুধু তাই নয়, এই ফোনে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i, যা স্ক্র্যাচ এবং ধাক্কা থেকে বিশেষ সুরক্ষাও দেবে। 

ব্যাটারি এবং পারফরম্যান্স

এই ফোনের সবথেকে বড় আকর্ষণ এর ব্যাটারি। কারণ এতে পাওয়া যাচ্ছে 6720 mAh-এর একটি বিরাট ব্যাটারি, যাতে একবার চার্জ দিলেই একদিনে অনায়াসে চলবে। সঙ্গে থাকছে 33W TurboPower ফাস্ট চার্জিং। ফলে খুব দ্রুত ফোনটি চার্জ হয়ে যাবে। পারফরম্যান্সের দিক থেকেও নজর কাড়ছে এই ফোন। কারণ হতে রয়েছে MediaTek Dimensity 7400 (4nm) প্রসেসর, যা গেমিং বা মাল্টি টাস্কিং-এর জন্য একেবারে সেরা। এমনকি সঙ্গে থাকছে 8GB RAM ও 128GB স্টোরেজ।

ক্যামেরাতেও চমক

এই ফোনটির পিছনে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি হাই-রেজোলিউশন ক্যামেরা। তাই সোশ্যাল মিডিয়া রিলস বানান কিংবা ভিডিও কল, সব কিছুর জন্য একেবারে ঝাঁ-চকচকে অভিজ্ঞতা দেবে এই ফোন।

অন্যান্য ফিচার্স

জানিয়ে রাখি, Moto G86 Power 5G ফোনটিতে রয়েছে IP68 এবং IP69 রেটিং। অর্থাৎ, ধুলো বা জল থেকেও ফোনটিকে সুরক্ষা দেবে। এছাড়া থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type-C পোর্ট, স্টেরিও স্পিকার ও Dolby Atmos সাপোর্ট, হাইব্রিড ডুয়াল সিম স্লটের মতো সব উন্নত মানের ফিচার্স। আর এই ফোনের ওজন মাত্র 198 গ্রাম, যা হালকা এবং হাতে ধরতেও আরামদায়ক।

আরও পড়ুনঃ Visa ফ্রি, ফ্লাইটের টিকিটও ৫০০০-র মধ্যে! ভারতীয়দের জন্য বিদেশ ভ্রমণের সেরা ৭ গন্তব্য

দাম এবং অফার

Motorola ঘোষণা করেছে, এই ফোনের দাম 17,999 টাকা হলেও প্রথম সেলে দুর্দান্ত অফার দেওয়া হবে। হ্যাঁ, ব্যাঙ্ক ডিসকাউন্টে মিলবে 1000 টাকা ছাড় এবং এক্সচেঞ্জ অফারে মিলবে 1000 টাকা ছাড়। তাই সব মিলিয়ে ফোনটি মাত্র 15,999 টাকায় পাওয়া যাবে। আর এই ফোনটি আগামী ৬ আগস্ট থেকেই বিক্রি শুরু হবে। এমনকি Motorola-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মার্কেট প্লেসে পাওয়া যাবে।

Leave a Comment