বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমি এশিয়ার নিষেধাজ্ঞা উড়িয়ে বন্ধু রাশিয়া থেকে বিগত বছরগুলিতে তেল আমদানি বৃদ্ধি করেছে ভারত। তবে শুধুই রাশিয়াই নয়, ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পর থেকেই আমেরিকা থেকেও তেল আমদানির পরিমাণ দিন দিন বাড়িয়েছে ভারত।
ANI-এর রিপোর্ট অনুযায়ী, গত বছর অর্থাৎ 2024 সালের তুলনায় আমেরিকা থেকে ভারতের তেল আমদানি 51 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে শুধু অপরিশোধিত তেলই নয়, এলপিজি থেকে শুরু করে এলএনজি গ্যাসের ক্ষেত্রেও আমেরিকার সাথে ভারতের ব্যবসা বেড়েছে বই কমেনি।
আমেরিকা থেকে তেল আমদানি বাড়িয়ে চলেছে ভারত
রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম 6 মাস রাশিয়া থেকে তেল আমদানি হু হু করে বাড়ানোর পাশাপাশি আরও এক বন্ধু আমেরিকা থেকেও তেল আমদানি বৃদ্ধি করেছে ভারত। বলা বাহুল্য, চলতি বছরের জানুয়ারি থেকে প্রথম 6 মাস প্রতিদিন আমেরিকা থেকে গড়ে 2.71 লক্ষ ব্যারেল তেল কিনেছে কেন্দ্র।
হিসেব করে দেখতে গেলে, গত বছর ওই 6 মাসেই আমেরিকা থেকে ভারতের তেল আমদানির পরিমাণ ছিল প্রতিদিন গড়ে 1.8 লক্ষ ব্যারেল। কাজেই, 2024 সালের প্রথম লগ্নের তুলনায় চলতি বছরের প্রথম লগ্নে আমেরিকার সাথে তেল এবং গ্যাস খাতে ভারতের ব্যবসা অনেকটাই বেড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আমেরিকা থেকে যে পরিমাণ তেল কিনেছিল ভারত, চলতি বছর তার থেকে অন্তত114 শতাংশ বেশি তেল আমদানি করেছে দিল্লি। এর অর্থ, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে ব্যবসা কমে যাওয়ার কথা বললেও, তেলের ক্ষেত্রে বিগত দিনগুলিতে ভারতীয় অর্থে ভরেছে মার্কিন কোষাগার।
অবশ্যই পড়ুন: বিএসএফ ম্যাচের আগেই খুশির হাওয়া মোহনবাগান শিবিরে!
চড়া শুল্ক সত্বেও আমেরিকা থেকে তেল আমদানি বাড়াবে ভারত?
বিশেষজ্ঞ মহলের দাবি, চলতি বছরের জুন মাসে আমেরিকা থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে দিল্লি, জুলাইয়ে তার তুলনায় অন্তত 23 শতাংশ বেশি তেল এসেছে এ দেশে। আর সেই সূত্র ধরেই, বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক সত্ত্বেও আগামী দিনে তেল আমদানির পরিমাণ কমানোর বদলে আরও বাড়াতে পারে ভারত। বাণিজ্য মহলের মতে, চলতি আর্থিক বছরে আমেরিকা থেকে তেল আমদানি বৃদ্ধির হার 150 শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তালিকায় থাকবে এলপিজি এবং এলএনজির মতো গ্যাসও।