বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে শেয়ার মার্কেটের ব্যাপক অনিশ্চয়তা সত্ত্বেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে (Multibagger Stock)। সেই তালিকায় যেমন রয়েছে পেনি স্টক অর্থাৎ এক টাকা, দু টাকা বা তারও কম দামের স্টক, তেমনই রয়েছে 400-500 টাকা মূল্যের স্টকও। 2026 পড়তে না পড়তেই বেশকিছু সরকারি সংস্থার স্টকও ইনভেস্টরদের মুখে হাসি ফুটিয়েছে। সেই তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে সরকারি সংস্থা হিন্দুস্থান কুপার লিমিটেডের। গতকাল অর্থাৎ সোমবার, এই সংস্থার স্টক বড় লাফ দেয়। তাতে বিপুল অর্থ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।
মাত্র ছয় মাসে টাকা ডবল করেছে এই স্টক
ভারত সরকারের খনি মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান কুপার লিমিটেড বিগত দিনগুলিতে তাদের ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জন করেছে। সেই সূত্র ধরেই শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তা সত্ত্বেও এই সংস্থার স্টকগুলির দাম একেবারে লাফিয়ে বেড়েছে। না বললেই নয়, নতুন বছরে এই সংস্থার স্টক বিনিয়োগকারীদের ধনী বানিয়েছে।
গতকাল অর্থাৎ সোমবার BSE তে এই স্টকের দাম 2.01 শতাংশ বেড়ে 552 টাকা 80 পয়সায় দাঁড়িয়েছিল। মঙ্গলবার, 6 জানুয়ারি সেই দাম বেড়ে 564 টাকা 80 পয়সা হয়েছে। তবে যদি বিগত 6 মাসের হিসেব দেখা যায় তাহলে জানা যাবে, ভারত সরকারের অধীনস্থ এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টকগুলি বিনিয়োগকারীদের 100 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।
অবশ্যই পড়ুন: সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৬,৭১৫ টাকা করে দিচ্ছে সরকার? কারা পাবে? জানুন
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, হিন্দুস্থান কুপার লিমিটেডের স্টকগুলি বিগত 6 মাসে বিনিয়োগকারীদের একসাথে 101.35 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। তবে যদি হিসাবটা এক মাসে করা হয় সেক্ষেত্রে এই স্টক গত মাস থেকে আজ পর্যন্ত 48 শতাংশেরও বেশি রিটার্ন প্রদান করেছে। এক বছরে এই সংস্থার স্টকগুলির রিটার্নের পরিমাণটা 134.60 শতাংশ হলেও বিগত 5 বছরে পুরনো বিনিয়োগকারীদের এই সংস্থার স্টকগুলি 718.36 শতাংশ রিটার্ন দিয়েছে।
অবশ্যই পড়ুন: ৯.২০ কোটির লোকসান নিয়ে আইনি পথে যেতে পারেন মুস্তাফিজুর রহমান! লাভ হবে?
বেশ কয়েকজন বিনিয়োগকারীর দাবি, আগামী দিনেও এই সংস্থার স্টকের দাম বাড়বে। তবে এখনই এই স্টকে বিনিয়োগ করা যাবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়। যদিও গত 5 দিনে এই স্টক বিনিয়োগকারীদের প্রায় 8 শতাংশ রিটার্ন দিয়েছে। সবচেয়ে ভরসার বিষয়, এটি সরকারি সংস্থা এবং এই সংস্থাটির বর্তমান মার্কেট ভ্যালুয়েশন 54,629.42 কোটি টাকা।