সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নতুন আইফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনটি। কারণ, জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার দাবি করছে যে, ভারতে iPhone 17 এর দাম খুব শীঘ্রই বাড়তে (iPhone 17 Price Hike) পারে। এমনকি তা 7000 টাকা পর্যন্ত ঊর্ধ্বগতিতে ঠেকতে পারে। জানা গিয়েছে, সেপ্টেম্বর লঞ্চ হওয়া এই মডেল আগের প্রজন্মের তুলনায় সবথেকে বড় আপগ্রেড। আর বেস স্টোরেজ 128GB থেকে বাড়িয়ে 256GB করা হয়েছিল। যার ফলে লঞ্চেই দাম 3000 টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার আবারও বাড়তে পারে দাম।
ভারতে iPhone 17 এর বর্তমান দাম
জানিয়ে রাখি, iPhone 17 বর্তমানে ভারতে বিক্রি হচ্ছে 256GB ভেরিয়েন্টটি 82,990 টাকায় আর 512GB ভেরিয়েন্টটি 1,02,990 টাকায়। অ্যাপল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাওয়া এই দাম। তবে টিপস্টার যোগেশ ব্রারের দাবি যদি সত্যি হয়, তাহলে iPhone 17 এর নতুন দাম হতে পারে 256GB মডেলটি 89,900 টাকা এবং 512GB মডেলটি 1,09,900 টাকা। সুতরাং, উভয় ভেরিয়েন্টেই 7000 টাকা করে বৃদ্ধি পেতে পারে দাম।
Heard Apple might increase iPhone 17 price in India..
Upto Rs 7k increase is expected on both SKUs
New pricing might be Rs 89,990 (bank discounts extra)
Low stock in circulation, high demand..
— Yogesh Brar (@heyitsyogesh) November 27, 2025
কেন বাড়তে পারে দাম?
iPhone 17 এর দাম বাড়ার পিছনে মূলত দুইটি কারণ কাজ করছে। প্রথমত, কম স্টক আর বেশি চাহিদা। হ্যাঁ, iPhone 17 বাজারে বেশ চাহিদার একটি ফোন। কিন্তু এর স্টক সীমিত। আর এই পরিস্থিতি দাম বাড়ার প্রধান কারণ। দ্বিতীয়ত, দিনের পর দিন মেমোরি চিপের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববাজারে বর্তমানে DRAM এবং অন্যান্য মেমোরি কম্পোনেন্টের ঘাটতি দেখা যাচ্ছে। আর মেমরি চিপের দামও বেড়েছে 20 থেকে 50 শতাংশ পর্যন্ত। Samsung পর্যন্ত এখন 60% দাম বাড়িয়েছে। আর এই কারণেই স্মার্টফোন নির্মাতাদের উপর খরচের চাপ পড়ছে। তাই তারা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
আরও পড়ুনঃ রফতানি হবে ব্রহ্মোস মিসাইল, ৪৫০ মিলিয়ন ডলারের চুক্তির পথে ভারত, দাবি রিপোর্টে
বলাবাহুল্য, OnePlus 15 ফোনটি লঞ্চ হয়েছিল 72,999 টাকায়, যেখানে OnePlus 13 এর দাম ছিল 69,999 টাকা। আবার IQOO 15 মডেলটি আরও বড় দামে ব্যবধানে এসেছে। কারণ, আগে লঞ্চ হয়েছিল মাত্র 54,999 টাকায় আর এখন নতুন মডেল লঞ্চ হয়েছে 72,999 টাকায়। সুতরাং, বোঝাই যাচ্ছে যে শুধু আইফোন নয়, বরং সব ব্র্যান্ডই উপাদানের দাম বাড়ার কারণে ফোনের দাম বাড়াচ্ছে।