৭১-এর গণহত্যায় পাকিস্তানকে মদত, আমেরিকার মুখোশ খুলল ভারতীয় সেনা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে অপরাধ বানিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি, নিজের ট্রুথ সোশালে ভারতের ওপর 25 শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন রিপাবলিকান নেতা। তবে তাতেও সন্তুষ্ট নন তিনি।

সোমবার রাতে নয়া দিল্লির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে ট্রাম্প বলেছিলেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে তা বিক্রি করছে। এই অপরাধের কারণে আমেরিকা ভারতের উপর আরও শুল্ক চাপাবে। যদিও, ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবারই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল বিদেশ মন্ত্রক। এবার ময়দানে নামল ভারতীয় সেনা।

আমেরিকাকে আয়না দেখালো ভারতীয় সেনা

ট্রাম্পের হুঁশিয়ারির পরই 1971 এ বাংলাদেশে গণহত্যা চালানোর সময় পাকিস্তানকে যে 2 বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিল আমেরিকা, এবার সেই তথ্যই তুলে ধরে ট্রাম্পকে জায়গা বোঝাল ভারতীয় সেনা। মঙ্গলবার, 1971 সালের 5 আগস্ট অর্থাৎ আজকের দিনের একটি সংবাদপত্রের অংশ বা পেপার কাটিং X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে।

ওই পেপার কাটিংয়ের একেবারে শিরোনামে লেখা রয়েছে, 1954 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমেরিকা পাকিস্তানকে 2 বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র দিয়েছে। এ তো গেল শিরোনামের প্রসঙ্গ। ওই রিপোর্টে স্পষ্ট দাবি করা হয়েছে, বাংলাদেশে গণহত্যা চালাতে আমেরিকার পাশাপাশি পাকিস্তানকে সাহায্য করেছিল চিনও।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে এমন পোস্ট সত্যিই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। কারণটা অবশ্য জলের মতো পরিষ্কার। সদ্য ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া থেকে তেল কিনে একদিক থেকে ইউক্রেনের সাথে যুদ্ধে মস্কোকে মদত দিচ্ছে ভারত। তাছাড়াও, ইউক্রেনের মৃত্যু মিছিলে রুশ বন্ধু ভারতের কিছু আসে যায় না!

তাইতো রাশিয়া থেকে তেল কিনে নিয়ে খোলা বাজারে বিক্রি করছে নয়া দিল্লি। আর এইসব অভিযোগ করেই ভারতের ওপর ফের চড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমতাবস্থায়, ট্রাম্পের এমন অভিযোগ এবং হুঁশিয়ারির মাঝে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের এমন পোস্ট আমেরিকাকে কার্যত আয়না দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কেউ কেউ বলেছেন এই পোস্টই আমেরিকার মুখোশ খুলে দেবে!

অবশ্যই পড়ুন: মৃত মায়ের অ্যাকাউন্টে ঢুকল ১.১৩ কোটি টাকা, মাথায় হাত ১৯ বছরের ছেলের!

উল্লেখ্য, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনার কুদৃষ্টিতে পড়ে মৃত্যু হয়েছিল অন্তত 30 লক্ষ বাঙালির। তাছাড়াও বেছে বেছে 4 লক্ষ বাঙালি মহিলাকে ধর্ষণ করেছিল পাক সেনা। আর সেসব জানা সত্ত্বেও, পাকিস্তানকে দিনের পর দিন উন্নত অর্থশাস্ত্র এবং অর্থের যোগান দিয়ে গেছে ভারতের বিরুদ্ধে উল্টো সুর চড়ানো আমেরিকা। তবে এবার 71 এর মুক্তিযুদ্ধের সময় আমেরিকার কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে দিল ভারত! যা দেখে বোধ হয় নিজের ভুল বুঝতে পারবেন ট্রাম্প, এমনটাই আশা সিংহভাগেরই।

Leave a Comment