৭৫০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্তর পর তলব! ফের ইডির নিশানায় অনিল আম্বানি

Anil Ambani

সৌভিক মুখার্জী, কলকাতা: আর্থিক তছরুপের মামলায় শিরোনামে অনিল আম্বানি (Anil Ambani)। ফের তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। হ্যাঁ, আগামী ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাকে কেন্দ্রীয় সংস্থা দিল্লিতে ডেকে পাঠিয়েছে। আর সেখানকার হেড অফিসে হাজিরা দিতে হবে রিলায়েন্সের কর্ণধারকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের পরেই আবার তাকে ইডি ডেকে পাঠিয়েছে।

সূত্রের খবর, এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণ সংক্রান্ত জালিয়াতির মামলায় তাকে হাজিরা দিতে হবে। ইতিমধ্যেই এই মামলায় মুম্বাই সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে একের পর এক নথি ও ডিজিটাল রেকর্ড। আর সোমবারই ধীরুভাই আম্বানি নলেজ সিটিকে বাজেয়াপ্ত করা হয়, যা ১৩২ একর জমির উপর গড়ে ওঠা ইন্ডাস্ট্রিয়াল হাব। এমনকি তার বাজার মূল্য ৪৪৬২ কোটি টাকা। তবে তার আগে ৩১ অক্টোবর আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

৫ আগস্টও ইডির তলবে অনিল আম্বানি

উল্লেখ্য, এই ঘটনা প্রথমবার নয়। গত আগস্ট মাসের ৫ তারিখও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেদিন প্রায় ৮ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি বিদেশে তার কত সম্পত্তি রয়েছে, কোথায় কীভাবে লেনদেন চালানো হচ্ছে, ব্যাঙ্ক থেকে কত টাকা লোন নেওয়া হয়েছে, কীভাবে ব্যবহার করা হচ্ছে, সব কিছুই জিজ্ঞাসা করা হয়েছিল তাকে।

আরও পড়ুনঃ চাই না এমন সাহায্য! ৮৪ টাকার সরকারি ভাতা ফিরিয়ে মণিপুরে রাস্তায় নামল শত শত মহিলা

তদন্তকারীরা জানতে পেরেছিল যে, অনিল আম্বানি এবং তার সংস্থার মোট ৪০ হাজার কোটি টাকারও বেশি বকেয়া ঋণ রয়েছে, যা ২০১০ সাল থেকেই দেশের খ্যাতনামা বিভিন্ন ব্যাঙ্ক থেকে তোলা। এমনকি অভিযোগ উঠছে, এক ব্যাঙ্কের ঋণ শোধ করতে অন্য ব্যাঙ্কের কাছ থেকেই তিনি নতুন করে ঋণ নিতেন। আর সেই সমস্ত লেনদেনের জন্যই তিনি বিপাকে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লি, মুম্বাই সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ৪২টি প্রপার্টি বাজেয়াপ্ত করেছিল ইডি। তার সম্পূর্ণ বাজার মূল্য ছিল ৩০৮৩ কোটি টাকা। আর এবারের তলবে কী হয় সেটাই দেখার।

Leave a Comment