বিক্রম ব্যানার্জী, কলকাতা: সালটা 1975। সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগানের নাম বেশি শোনা গেলেও, সে বছর সবুজ মেরুনকে 5 গোলে
নাকানি চোবানি খাইয়েছিল লাল হলুদ। সে ডার্বি মোহনবাগানের পরাজয়তেই যেন লাল হলুদ রঙে রঙিন হয়ে রয়েছে।
দীর্ঘ 50 বছর পেরিয়ে, আজও এই গর্বের দিন উদযাপন করে ইস্টবেঙ্গল। সমর্থকদের মনে 5 গোল জয়ের সেই ডার্বি এখন আবেগ। এবার মোহনবাগানকে পরাস্ত করে জয়ের সরণিতে দাপট দেখানোর সেই ডার্বি নিয়েই তৈরি হবে সিনেমা! হ্যাঁ, কথা না দিলেও, ইস্টবেঙ্গল দিবসের দিন কার্যত এমন ইঙ্গিতই দিয়ে রাখলেন লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।
লাল হলুদ কর্তার বক্তব্য
ইস্টবেঙ্গল দিবসের দিন শীর্ষকর্তা দেবব্রত সরকার স্পষ্ট জানান, সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা দাবি ঘোরাফেরা করছিল। তাঁদের প্রধান বক্তব্য ছিল, আইএফএ শিল্ডে মোহনবাগানকে 5 গোল খাওয়ানোর 50 বছর হচ্ছে। তাই ইস্টবেঙ্গল দিবসের দিন সেই স্মৃতিই ফিরিয়ে আনা হোক।
ইস্টবেঙ্গল কর্তা আরও বলেন, অনেকেই দাবি করে বসে ছিলেন মোহনবাগানের পরাজয়ের সেই ডার্বি নিয়ে একটা সিনেমা করলে মন্দ হয় না! সেই মতোই আমাদের কাছে বিভিন্ন অফার এসেছে, এখনও আসছে! এদিন সিনেমা নিয়ে চূড়ান্ত কিছু না জানালেও একপ্রকার ইঙ্গিত দিয়েছিলেন দেবব্রত বাবু।
তিনি বলেন, প্রস্তাব আসছে। যার প্রস্তাব ভাল লাগবে তাঁর সাথে কথা বলবো। সবশেষে লাল হলুদের শীর্ষকর্তা বলে দেন, সমর্থকরা কী চাইছে, তাঁদের দাবি কী, সেটাই আসলে শেষ কথা। সব মিলিয়ে, চিরস্মরণীয় ওই ডার্বি নিয়ে যে সিনেমা হতে পারে তার একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন দেবব্রত সরকার।
অবশ্যই পড়ুন: জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক! ২২ বছরের তরুণ ক্রিকেটারকে হারাল বাংলা
উল্লেখ্য, 1975 দলের, 30 সেপ্টেম্বর মোহনবাগানকে 5 গোলের মালা পরিয়ে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই যন্ত্রণা আজও বহু মোহনবাগান সমর্থকের বুকে বিঁধে রয়েছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, প্রিয় দলকে ইস্টবেঙ্গলের কাছে পরাস্ত হতে দেখে সেবার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বাগান সমর্থক উমাকান্ত পালোধি। তবে সবচেয়ে অবাক করা বিষয়, সে বছর মোহনবাগানকে বড় ব্যবধানে হারিয়েও কোনও সেলিব্রেশন করেনি ইস্টবেঙ্গল। সে কথা ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানেও স্মরণ করিয়েছিলেন পুরনো সৈনিকরা।