৭৮ বিলিয়ন ইউরো হলুদ ধাতু! ড্রাগনের দেশে মিলল বিশ্বের সবথেকে বড় স্বর্ণখনির হদিশ

সৌভিক মুখার্জী, কলকাতা: কখনও কি ভেবে দেখেছেন, মাটির নীচে বিরাট সোনার ভাণ্ডার লুকিয়ে রয়েছে, যার মূল্য প্রায় 78 বিলিয়ন ইউরো? চমকে গেলেও এক্কেবারে সত্যি! কারণ এখন চিন এবং গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই সোনার ভাণ্ডার (Gold Mine)। 

জানা গিয়েছে, হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে একটি সাধারণ খনির অনুসন্ধান চালাতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে বিরাট এক সোনার খনি, যা একেবারে বিশ্বের স্বর্ণ ভান্ডারের সংজ্ঞাকেই বদলে দিতে পারে।

আধুনিক ইতিহাসের সবথেকে বড় আবিষ্কার এটিই?

জানা গিয়েছে, এই সোনার খনিটির নাম ওয়ানগু গোল্ড ফিল্ড। প্রথমে এটিকে সাধারণ অনুসন্ধান হিসাবে খনন করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে 3D ভূতাত্ত্বিক মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা চিহ্নিত করেন, এখানে 40 টির বেশি স্বর্ণ ভেন রয়েছে, যা গভীর মাটির নীচে অবস্থান করছে।

ধারণা কথা হচ্ছে যে, এই একটি জায়গাতেই প্রায় 1000 মেট্রিক টনের বেশি হলুদ ধাতু থাকতে পারে। যার গড় ঘনত্ব প্রতি টনে 138 গ্রাম। বিশ্বের বহু নামি দামি খনিতে যেখানে প্রতি টনে মাত্র 5 থেকে 10 গ্রাম সোনার হদিশ মেলে, সেখানে 138 গ্রাম অনেকটাই বেশি।

বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, এত পরিমাণ বিশুদ্ধ সোনার অস্তিত্ব সচরাচর দেখা যায় না। এমনকি কোর স্যাম্পলগুলির মধ্যে অনেকগুলিতেই দেখা গিয়েছে সোনার ঝলক। অর্থাৎ, সোনার পরিমাণ শুধু বেশি নয়, বরং প্রক্রিয়াজাতকরণ ভাবে যদি তা উদ্ধার করা হয়, তা তুলনামূলকভাবে অনেকটাই সহজ এবং সস্তা হবে।

জানিয়ে রাখি, বিশ্বের বৃহত্তম সোনার খনি হিসেবে এতদিন দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইন তালিকার শীর্ষে অবস্থান করছিল, যার রিজার্ভে প্রায় 930 টন সোনা ছিল। আর এবার সেই রেকর্ডকে দুমড়ে মুচড়ে ফেলে চিনের ওয়ানগু গোল্ড ফিল্ড তালিকার শীর্ষস্থান দখল করে নিতে চলেছে। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি, দরপতন রুপো সহ হলুদ ধাতুর! আজকের সোনার দাম

সবদিক থেকেই বিরাট সাফল্য চিনের

এই সোনার খনি আবিষ্কার শুধুমাত্র খনি বা ভূবিদ্যার জন্য নয়, বরং চিনের জন্যও বিরাট মাইলফলক। কারণ, চিন এতদিনে বিশ্বের সর্বোচ্চ সোনা উৎপাদক দেশ হিসেবে থাকলেও এবার তাদের অবস্থান আরো জোরদার হল। হ্যাঁ, এর ফলে হুনান প্রদেশে এবার চলবে ব্যাপক পরিকাঠামোগত উন্নয়ন। পাশাপাশি তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান। এখন দেখার কবে এখান থেকে হলুদ ধাতু উৎপাদন শুরু হয়।

Leave a Comment