৭৯ হাজার কোটির যুদ্ধাস্ত্র পাচ্ছে ভারতের তিন সেনা, মিলল কেন্দ্রের অনুমোদন

Indian Defence Procurement 79000 crore defence Cart

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুর মোকাবিলা করতে ভারত এখন একাই একশো। মূলত আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতেই প্রতি বছরই দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক সমরাস্ত্র তুলে দেওয়া হয় ভারতের তিন সেনার হাতে (Indian Defence Procurement)। এবারেও সেই মতোই ভারতীয় স্থলবাহিনী, জল বাহিনী এবং আকাশ বাহিনীর অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য 79 হাজার কোটি টাকার অনুমোদন দিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন এই ডিএসির নতুন অনুমোদনে শক্তি বাড়বে দেশের তিন সেনার।

ভারতের তিন সেনার জন্য কী কী কেনা হবে?

একাধিক রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ভারতের তিন সেনাবাহিনীর জন্য যাবতীয় প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি। জানা যাচ্ছে, এই কমিটির বৈঠকে সোমবার ভারতীয় গোলন্দাজ বাহিনীর জন্য লয়েটার যুদ্ধাস্ত্র ব্যবস্থা, পিনাকা মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেমের জন্য দূরপাল্লার রকেটে ব্যবহারযোগ্য গোলাবারুদ, হালকা ওজনের রাডার এমনকি ড্রোন সনাক্তকারী ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন কেনার অনুমতি দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: ট্রেনের রিজার্ভেশনের সময় ও নিয়মে ফের পরিবর্তন করল IRCTC, জানুন নতুন টাইমিং

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দেশের তিন সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম কিনতে ভারত সরকারের খরচ হবে কমপক্ষে 79 হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের এই সূত্র এও জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় নৌসেনা এবং উপকূল বাহিনীর জন্য কেনা হবে প্রতিরক্ষা মন্ত্রক ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, উন্নত হালকা টর্পেডো, ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্রাক সিস্টেম, 76 এম এম সুপার র‍্যাপিড গানের বিস্ফোরণের জন্য স্মার্ট গোলা এবং 30 এমএম নেভাল সার্ভিস গানও।

অবশ্যই পড়ুন: কনকনে শীতের মাঝেই ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে যেভাবে গোটা বিশ্বে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগে থেকে নিজেদের শক্তি বাড়িয়ে রাখতে চাইছে ভারত। চিন, পাকিস্তানের মতো শত্রুদের সময় এলে সঠিক জবাব দেওয়ার জন্যই তিন বাহিনীকে শক্তিশালী করতে চাইছে ভারত সরকার। মূলত সেই লক্ষ্যেই প্রতিরক্ষা সরঞ্জাম এবং অন্যান্য সমরাস্ত্র কেনার অনুমোদন দিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি।

Leave a Comment