সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ইলেকট্রিক গাড়ির চাহিদা লাগামছাড়া বাড়ছে। আর সেই সূত্র ধরে যারা পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার খুঁজছিলেন, তাদের জন্য বিরাট সুখবর। কারণ এবার বাজার কাঁপাতে হাজির হচ্ছে ZELIO E Mobility কোম্পানির Legender স্কুটার। জানা যাচ্ছে, আগামী জুলাইতেই বাজারে আত্মপ্রকাশ করবে এই সস্তার EV!
খোঁজ নিয়ে আরও জানা গেল, এই নতুন মডেল শুধুমাত্র ডিজাইনে নয়, বরং ফিচার্সেও চমক দেবে। এমনকি মাইলেজ এবং দাম শুনলে চক্ষু চড়কগাছে উঠবে! তো চলুন এই স্কুটার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য একটু খতিয়ে দেখি।
আধুনিক লুক এবং নজরকাড়া ফিচার্স
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, নতুন Legender স্কুটারে রয়েছে একদম ফ্রেশ লুক! স্পোর্টি ডিজাইন থেকে শুরু করে বোল্ড গ্রাফিক্স, আর নতুন রঙের ছোঁয়ায় এই স্কুটারটি একেবারে তরুণদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
জানা গেল, এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে 60/72V BLDC মোটর, যা সর্বোচ্চ 25 কিমি/ঘণ্টা গতিবেগ তুলতে পারবে। এমনকি একবার চার্জেই চলবে 150 কিলোমিটার পর্যন্ত, যা কল্পনা করাও সাধে না। শুধু তাই নয়, ব্যাটারিতে ফুল চার্জ দিতে খরচ হবে মাত্র 1.5 ইউনিট বিদ্যুৎ, যা একেবারেই পকেট ফ্রেন্ডলি।
গ্রাহকদের সন্তুষ্টিতেও নজর
খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে ZELIO-র কাছে রয়েছে 2 লক্ষের বেশি গ্রাহক, এমনকি 400-র বেশি ডিলারশিপ। আর কোম্পানির মূল লক্ষ্য, 2025 সালের শেষ নাগাদ ডিলারশিপের সংখ্যা 1000-এ পৌঁছনো। ফলে শহর থেকে গ্রাম, সমস্ত জায়গায় এই স্কুটার সহজলভ্য হবে, তা আশা করা যায়।
বলে রাখি, এই গাড়ির উপর দু’বছরের ওয়ারেন্টিও থাকছে এবং ব্যাটারির উপর এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, যা কিনা কোম্পানির উপর গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা আরও একধাপ এগিয়ে রাখছে।
আরও পড়ুনঃ ফেরাতে হবে মুজিবকে! বাংলাদেশে ফের পথে শিক্ষার্থীরা, পুরনো ভয়ে কাঁপছেন ইউনূস!
উদ্বোধনেও মিলছে সেরা অফার
বলে দিই, Legender-র প্রথম 1000 ক্রেতার জন্য রয়েছে বিশেষ অফার। হ্যাঁ, তাদেরকে ফ্রি সেফটি হেলমেট দেওয়া হবে! সবথেকে বড় ব্যাপার, এই স্কুটারের এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 65 হাজার টাকা থেকে, যা কিনা তুলনামূলকভাবে অনেকটাই সাশ্রয়ী। তাই যদি স্বল্প বাজেটে কোনও ইলেকট্রিক স্কুটার খুঁজে থাকেন, যা মাইলেজ এবং ফিচার্সে নজর কাড়বে, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প।