৭ টাকার লটারিতেই কোটিপতি কৃষক, বিপুল অর্থ দিয়ে কী করবেন জানলে চমকে যাবেন!

Crorepati In Lottery a Punjab farmer wins 1 Crore

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় আছে, “উপরওয়ালা যব দেতা হ্যায় ছাপপর ফারকে দেতা হ্যায়!” এই হিন্দি প্রচলিত প্রবাদ যেন একেবারে কাঁটায় কাঁটায় মিলে গিয়েছে এক কৃষকের জীবনে। পাঞ্জাবের ফতেহগড় সাহেব জেলার মাজরি সোদিয়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক বলকর সিং মাত্র 7 টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছিলেন। তাতেই ঘুরে গেল ভাগ্য। অল্প দামের লটারিতেই কোটি টাকা জিতলেন পাঞ্জাবের কৃষক (Crorepati In Lottery)।

এক লটারিতেই ঘুরে গেল ভাগ্যের চাকা

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ডিসেম্বর মাত্র 7 টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন পাঞ্জাবের কৃষক বলকর। পরবর্তীতে কাজের চাপে লটারির কথা একপ্রকার ভুলেই গিয়েছিলেন তিনি। তবে পরে বিকেলের দিকে দোকানে এসে নম্বর মিলিয়ে দেখতেই একেবারে চক্ষু চরক গাছ। বলকর সিং দেখেন, তাঁর লটারিতেই প্রথম পুরস্কার লেগেছে। এক কথায়, কোটি টাকা জিতেছেন তিনি। প্রথমদিকে যেন নিজের চোখকে বিশ্বাসই হচ্ছিল না পাঞ্জাবের ওই কৃষকের।

অবশ্যই পড়ুন: কন্যা সন্তানের জন্মে ৫০,০০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজশ্রী প্রকল্প আবেদন কীভাবে?

খোঁজ নিয়ে জানা গেল, লটারি কেটে সে কথা একেবারে ভুলে যাওয়ায় পরবর্তীতে লটারি বিক্রেতা ফোন করে বলকরকে গোটা বিষয়টি জানান। আর তারপরই লটারি বিজেতার পরিবারে একেবারে খুশির হাওয়া। এদিকে, লটারিতে প্রথম পুরস্কার ওঠায় লটারি বিক্রেতা মুকেশ কুমার সহ অন্যান্য বন্ধুদের নিয়ে স্থানীয়দের লাড্ডু বিতরণ করতে থাকেন বলকর। কৃষকের কোটিপতি হওয়ার খবরে খুশি পথ চলতি মানুষজনও।

অবশ্যই পড়ুন: ২০২৫-এ T20-তে সর্বাধিক উইকেট নিয়ে রশিদ খানের রেকর্ড গুঁড়িয়ে দিলেন নাইট তারকা

কোটি টাকা জিতে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন বলকর

লটারি জেতার পর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পাঞ্জাবের ওই কৃষক। এক অনুষ্ঠানে নাকি বক্তব্য রাখতে গিয়ে বলকর সিং ওয়াহেগুরুকে ধন্যবাদ জানান। শুধু তাই নয়, কোটি টাকা দিয়ে কী করবেন জানতে যাওয়া হলে লটারি বিজেতা একেবারে পরিষ্কার বলেন, তিনি তাঁর ধর্ম গুরুর শিক্ষা মেনে আগামী দিনে এই অর্থের কিছু অংশ দিয়ে অভাবী মানুষদের পাশে দাঁড়াবেন।

Leave a Comment