৭ বছরের নাবালিকাকে ধর্ষণ, হাঁসখালি কাণ্ডে রায়…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৩ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ ডিসেম্বর, মঙ্গলবার। ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ, হাঁসখালি কাণ্ডে রায়, স্ত্রী ও প্রেমিক মিলে স্বামীকে খুন, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাংলাদেশের তিনটি ভিসা কেন্দ্র বন্ধ করল ভারত

বাংলাদেশে অশান্তি এবং রাজনৈতিক উত্তেজনার আবহে এবার ভারত বাংলাদেশের তিনটি ভিসা পরিষেবা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিল। শিলিগুড়িতে বিক্ষোভের জেরে ভিসা কেন্দ্র আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। এর পাশাপাশি আগরতলাতে অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। এমনকি এর আগে ঢাকা সহ একাধিক শহরে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বড়দিনে চালানো হবে অতিরিক্ত মেট্রো

বড়দিনে যাত্রীদের ভিড় সামাল দিতে এবার কলকাতা মেট্রো রেল বাড়তি পরিষেবার ঘোষণা করল। ২৫ ডিসেম্বর ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ সময়সূচিতে মেট্রো চলবে এবং রাত পর্যন্ত সেই পরিষেবা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্লু লাইনে ৭ মিনিট অন্তর এবং গ্রিন লাইনে ৬ মিনিটের অন্তর মেট্রো পাওয়া যাবে। শেষ মেট্রোর সময় অনেকটা পিছনে হয়েছে। পার্ক স্ট্রিট এবং মধ্য কলকাতার ভিড় মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিকভাবে পরিষেবা পাওয়া যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) দার্জিলিং থেকে শিলিগুড়িতে পর্যটক নিয়ে যেতে পারবে না কোনও গাড়ি

দার্জিলিং পাহাড় এবং তরাই অঞ্চলের ট্যাক্সি সমিতির বিরোধে এবার বড় সমস্যায় পড়তে চলেছে পর্যটকরা। হ্যাঁ, সমাধান না হলে শিলিগুড়ি, এনজিপি এবং বাগডোগরা থেকে দার্জিলিং-এর গাড়িকে আর যাত্রী তুলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি জানানো হয়েছে তরাই পরিবহন সংগঠনের তরফ থেকে। পাহাড়ি ট্যাক্সি সমিতির তরাই ভিত্তিক গাড়ির উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপক্ষীয় বৈঠক ব্যর্থ হওয়ার কারণে অচল অবস্থা আরও তীব্র হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) হাওড়ায় ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ

হাওড়ার ডোমজুড়ে ঘটে গেল এক নৃশংস ঘটনা। মাত্র ৭ বছরের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। জানা যাচ্ছে, রাঘবপুরের স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা তৈরির কাজ চলছিল। আর সেখানকার এক শ্রমিক ওই নাবালিকাকে প্রথমে শ্রীলতাহানি করে, এবং তারপর একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। সোমবার সন্ধ্যেবেলা ঘটে এই ঘটনা, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও হদিশ মেলেনি এবং তল্লাশি চালানো হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার ব্যবস্থা শিক্ষা দফতরের

সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করতে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দফতর। আইনত নিষেধ থাকা সত্ত্বেও বহু শিক্ষক টাকার বিনিময়ে টিউশন করাচ্ছে বলে অভিযোগ। আর এতে স্কুলের নম্বর বাড়ানো কমানোর ভয় দেখানোর মতো অভিযোগ উঠছে। কলকাতা হাইকোর্ট আগেই এই আইন ভঙ্গ করতে বলেছিল। আর এবার গোপন সূত্রে নজরদারি চালিয়ে টিউশন প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। বিনামূল্যে পড়ালে তা শুধুমাত্র নিজের স্কুলের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) উত্তরপ্রদেশে স্ত্রী ও প্রেমিক মিলে স্বামীকে নৃশংসভাবে খুন

উত্তরপ্রদেশে এক নৃশংস খুনের ঘটনায় স্বামীকে হত্যা করে দেহ টুকরো করে দিয়েছে স্ত্রী এবং তার প্রেমিক। এমনকি তাদেরকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। ঘুমন্ত অবস্থায় হাতুড়ি এবং লোহার রড দিয়ে রাহুল নামের ওই স্বামীকে খুন করা হয়েছে। এরপর গ্রাইন্ডার মেশিন দিয়ে দেহ কেটে নালা এবং গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, রাহুল তাঁর স্ত্রীকে প্রেমিকার সঙ্গে দেখে ফেলেছিল। তাই তাঁকে সরানোর জন্য এই পদক্ষেপ। এমনকি রুবি নিজেই স্বামীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেছিল। পরে পুলিশ মুন্ডুহীন দেহ উদ্ধার করলে ঘটনার পর্দা ফাঁস হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) হাঁসখালি গণধর্ষণ কান্ডে তৃণমূল নেতার ছেলে সহ তিনজনের আমৃত্যু কারাদণ্ড

নদীয়ার হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ এবং মৃত্যু মামলায় রানাঘাটের বিশেষ পকসো আদালত এবার চূড়ান্ত সাজা ঘোষণা করল। তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালি-সহ প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য অভিযুক্তদের তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালে জন্মদিনের পার্টির নামে নাবালিকাকে মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। আর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের শেষে আদালত এই নৃশংস অপরাধের কঠোর শাস্তি দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ব্যারাকপুরে বন্ধ হল কারখানা, কর্মহীন ৫০০০ শ্রমিক

ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দলে জেজেআই চটকল আচমকা বিরতির নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে এক ধাক্কায় ৫০০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। কাঁচামালের অভাব, পাটের দাম বৃদ্ধি আর লোকসানের কারণে মূলত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ থাকার কারণে পরিস্থিতি এখন আরও সংকটজনক অবস্থায়। শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে এবং সরকারের হস্তক্ষেপে দাবি উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) পিছিয়ে গেল গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের দিনক্ষণ

গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে ৫ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই মেলা শুরু হবে আগামী ১০ জানুয়ারি আর পূর্ণস্নান হবে ১৪ জানুয়ারি। সাধারণ পুণ্যার্থীদের সুবিধায় ভিআইপি সংস্কৃতিতে কড়াকড়ির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সফরকালে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করার সম্ভাবনা রয়েছে বলে খবর। আগে ডিসেম্বর মাসে কথা থাকলেও শিলান্যাস আবার ৫ জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) দীপু চন্দ্র দাসের মৃত্যুর প্রতিবাদ মিছিলে পশ্চিমবঙ্গ পুলিশের লাঠিচার্জ

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে নিহত দীপু চন্দ্র দাসের প্রতিবাদে কলকাতায় শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল বের করা হয়েছিল। তবে বেকবাগানে পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে ধস্তাধস্তি এবং লাঠিচার্জ হয় বলে অভিযোগ উঠছে। এমনকি সন্ন্যাসী এবং আন্দোলনকারীরা আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভকারীরা। দিল্লি এবং ঢাকা থেকে চলছে প্রতিবাদ। ঘটনাটি আন্তর্জাতিক স্তরেও আলোচনার পর্যায়ে এসেছে। এমনকি রাষ্ট্রপুঞ্জও উদ্বেগ জানিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment