৮০টিরও বেশি ড্রোন, শতাধিক ব্রহ্মস কিনতে ৬৭,০০০ কোটির চুক্তির পথে ভারত!

India Arms deal worth Rs 67,000 crore to buy hundreds of Brahmos and over 80 drones

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মে মাসে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে গোটা বিশ্বকে ক্ষমতা বুঝিয়েছিল ভারত। তাতে মনে ভয় ধরলেও পুরনো অবস্থান থেকে সরে আসেনি শত্রুরা। তাই শত্রুর ঘাম ছোটাতে এবার আরও শক্তিশালী হচ্ছে ভারত। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অস্ত্র ভান্ডারের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এবার শতাধিক ব্রহ্মস ও 80টিরও বেশি ড্রোন কিনতে চলেছে ভারতীয় সেনা। সেই মর্মে, ইতিমধ্যেই 67 হাজার কোটি টাকার চুক্তির প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

শক্তি বাড়ছে ভারতের

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানেই ভারতীয় সেনার শক্তি বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, এবার অন্তত 87টি মাঝারি পাল্লার দীর্ঘসহনশীল MALE ড্রোন কিনবে ভারতীয় সেনা।

জানা যাচ্ছে, ওই ড্রোনগুলির অন্তত 60 শতাংশ দেশীয় উপকরণে তৈরি হবে। খোঁজ নিয়ে জানা গেল, ড্রোনগুলিকে প্রাণ দিতে ইতিমধ্যেই বিদেশি কোম্পানিগুলির সঙ্গে চুক্তির পথে হেঁটেছে ভারত! শীঘ্রই আনুষ্ঠানিকভাবে গড়াবে চুক্তি।

বলে রাখি, শুধু ড্রোনই নয়! শত্রুদের সামনে রুখে দাঁড়াতে এবার আরও 110টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রক। রিপোর্টে বলা হচ্ছে, ভারতীয় সেনার শক্তি বৃদ্ধির লক্ষ্যে 87টি ড্রোন কিনতে নয়া দিল্লির খরচ পড়বে 20 হাজার কোটি টাকা। তবে এখানেই শেষ, যুদ্ধের অন্যতম বড় হাতিয়ার ওই ড্রোনগুলি আগামী এক দশক রক্ষণাবেক্ষণের জন্য আলাদাভাবে অতিরিক্ত 11 হাজার কোটি টাকা খরচা হবে ভারতের।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে বলে ভেসলিন লাগিয়ে জিতেছে ভারত! পাকিস্তান থেকে বিস্ফোরক অভিযোগ

উল্লেখ্য, ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি মারণ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ক্ষমতা কতটা তা বুঝে গিয়েছে গোটা বিশ্ব। সম্প্রতি পাকিস্তানের সাথে সংঘাতের পর নিজ নিজ শত্রুদের শায়েস্তা করতে ভারতের কাছ থেকে এই মারণ ক্ষেপণাস্ত্র কেনার জন্য কার্যত লাইন দিয়েছিল বিশ্বের একাধিক দেশ। এবার সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সংখা বাড়িয়ে দেশের অস্ত্র ভান্ডার ভরাতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক।

Leave a Comment