৮৫০ টাকা দাম কমল সোনার, ১৭৫০ টাকা পড়ল রুপোর দর! আজকের রেট

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: এ মাসের শুরুতে টানা দ্বিতীয় দিন সুখবর। হ্যাঁ, আজ আবারো দরপতন হয়েছে হলুদ ধাতুর (Gold Price)। আজ একেবারে 850 টাকা দরপতন সোনার। অন্যদিকে রুপোর দর নিয়েও আজ সুখবর। কারণ আজ 1750 টাকা দরপতন হয়েছে সাদা ধাতুর। তবে আজ কোন শহরে কতই বিকোচ্ছে সোনা রুপো? এখনই কি বিনিয়োগ করার সঠিক সময়? জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। IBJ Rates-র রিপোর্ট অনুসারে—

22 ক্যারেট হলমার্ক সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,700 টাকায়, যা গতকালের থেকে 800 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,900 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,050 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,950 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,600 টাকায়, যা গতকালের থেকে 850 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,350 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,500 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,400 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,010 টাকায়।

➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,800 টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,010 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,140 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,050 টাকায়।

আজ রুপোর বাজার দর

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,10,250 টাকায়, যা গতকালের তুলনায় 1750 টাকা দরপতন।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,23,000 টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,13,000 টাকায়।

আরও পড়ুনঃ TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা! দিন বদলের জন্য চিঠি শিক্ষা দফতরের

এখনই কি বিনিয়োগ করবেন?

সোনা রুপোর এই টানা দরপতন বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণত ক্রেতাদের মুখে আবারও হাসে ফুটিয়েছে। পাশাপাশি যারা গয়না হিসেবে সোনা কিনতে চাইছিলেন বা রুপো কেনার চিন্তাভাবনা করছিলেন, তাদের জন্যও সুখবর। তবে হয়তো ভবিষ্যতে আবারো দরপতন হতে পারে। তাই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।

Leave a Comment