৮৫০ টাকা বাড়ল সোনার দাম, ওদিকে ১৩০০ টাকা ঊর্ধ্বগতি রুপো! আজকে রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের চড়ল সোনার দাম (Gold Price)। আজ 850 টাকা বাড়ল হলুদ ধাতুর বাজার দর। অন্যদিকে রুপো নিয়ে আজ বিরাট খারাপ খবর। কারণ রুপোর দর আজ 1300 টাকা বেড়েছে। কিন্তু কেন হঠাৎ এত ঊর্ধ্বগতি সোনা রুপোর দাম? কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা রুপো? সবটা রইল আজকের প্রতিবেদনে। IBJ Rates-র রিপোর্ট অনুসারে-

22 ক্যারেট হলমার্ক সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 95,350 টাকায়, যা গতকালের থেকে 850 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,800 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,950 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,850 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,00,300 টাকায়, যা গতকালের থেকে 850 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,02,330 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,02,480 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,02,380 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,750 টাকায়।

➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 77,300 টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,750 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,870 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,790 টাকায়।

আজ রুপোর বাজার দর

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,15,150 টাকায়, যা গতকালের তুলনায় 1300 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,29,000 টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,19,000 টাকায়।

আরও পড়ুনঃ UPI ব্যবহার করলেই প্রতি মাসে মিলবে 625 টাকা ক্যাশব্যাক! কীভাবে পাবেন দেখে নিন

এখনই কি বিনিয়োগ করবেন?

সোনা রুপোর বাজারের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। যারা গয়না হিসেবে সোনা কিনবেন বলে ভাবছিলেন, তাদেরও আবার অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে এগোবেন।

Leave a Comment