৮৫% কাজ শেষ, সেবক-রংপো রেল লাইনে কবে ছুটবে ট্রেন?

Sivok–Rangpo line

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে বাংলা থেকে রেলপথে সিকিম যাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে সকলের বলে মনে হচ্ছে। আসলে সেবক-রংপো রেলপ্রকল্প (Sivok–Rangpo line) নিয়ে সামনে এল বিরাট আপডেট যা রেলপ্রেমীদের মন খুশ করে দেবে। জানা গিয়েছে, এই রেল প্রকল্পের কাজ নাকি ৮৫ শতাংশ শেষ। আর বাকি কাজ শীঘ্রই শেষ হবে বলে আশাবাদী ইঞ্জিনিয়াররা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

সেবক-রংপো রেল প্রকল্পের ৮৫% কাজ শেষ

উত্তর-পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) শ্রী কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, বহু প্রতীক্ষিত সেবক-রাংপো রেলপথের কাজ এখনও পর্যন্ত ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এই রেল কর্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে চ্যালেঞ্জিং ভৌগোলিক এবং পরিবেশগত প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রকল্পের কাজ ভালোভাবেই এগিয়ে চলেছে।

২০২৭ সালের মধ্যে শেষ হবে কাজ: CPRO

সেবক-রাংপো লাইনের মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার, যার ৮৬ শতাংশ রুট টানেলের মধ্যে রয়েছে, যা ইঞ্জিনিয়ারদের কাছে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। প্রকল্পের অংশ হিসেবে, পাঁচটি স্টেশন এবং ২২টি সেতু নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে ১৯টি সেতু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সিপিআরও জানিয়েছেন যে বাকি সেতু এবং স্টেশনগুলির নির্মাণ আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে, ৮ এবং ১০ নম্বর দুটি গুরুত্বপূর্ণ টানেলের নির্মাণ ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ অ্যামাজনের জঙ্গলের মাংসাশী উদ্ভিদ বাঁকুড়ায়! বেলিয়াতোড়ের জঙ্গলে মিলল খোঁজ

সেবক-রংপো লাইন ছাড়াও, সিকিমের জন্য আরও রেলওয়ে উদ্যোগের কথা রয়েছে। কপিঞ্জল কিশোর শর্মা প্রকাশ করেছেন যে গ্যাংটক শহর পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ এবং মেল্লি থেকে ডেন্টামকে সংযুক্তকারী একটি নতুন রেলপথ স্থাপনের লক্ষ্যে আরও দুটি রেল প্রকল্পের জন্য সমীক্ষা চলছে। এই প্রকল্পগুলি সিকিমের মধ্যে পরিবহন সংযোগ উন্নত করবে এবং দেশের অন্যান্য অংশের সাথে রাজ্যের যোগাযোগ জোরদার করবে বলে আশা করা হচ্ছে। সম্পূর্ণ প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে, যা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Comment