বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও নতুন 3টি অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির বন্দে ভারত পাচ্ছে দেশ। 10 আগস্ট অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সূচনা হবে 3টি নতুন বন্দে ভারতের। সেই মতোই চলছে তোড়জোড়।
ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, রবিবার কেএসআর বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন থেকে 3টি নতুন দ্রুতগতির বন্দে ভারত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী মোদির সাথেই উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কোন কোন রুটে চলবে এই তিন বন্দে ভারত?
রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সূচনা হতে যাওয়া নতুন 3টি বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে একটি মূলত অমৃতসর থেকে বৈষ্ণোদেবী কাটরা রুটে ছুটবে। বাকি দুটি ট্রেন গড়াবে যথাক্রমে বেলগাঁও থেকে বেঙ্গালুরু এবং নাগপুরের আজানি থেকে পুনের মধ্যে। আশা করা হচ্ছে, এই পরিষেবার মধ্য দিয়ে বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটন ক্ষেত্রে গতি আসবে।
আজানি থেকে পুনে বন্দে ভারতের সময়সূচি প্রকাশ্যে
রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাওয়া আজানি থেকে পুনে পর্যন্ত 881 কিলোমিটার দূরত্বের যাত্রাপথে এই ট্রেনটি সপ্তাহে মূলত 6 দিন চলবে। মঙ্গলবার বাদে প্রতিদিন পাওয়া যাবে এই বন্দে ভারত। উল্লেখ্য, আজানি থেকে পুনে অবধি চলা বন্দে ভারত এক্সপ্রেস দেশের সবথেকে দীর্ঘ দূরত্বের বন্দে ভারত ট্রেন হতে চলেছে।
Nagpur (Ajni) – Pune Vande Bharat Timings:
Ajni: 09:50AM ➡️ Pune: 09:50PM
Pune: 06:25AM ➡️ Ajni: 06:25PM12 hours for 881 km – officially the longest Vande Bharat in both distance & duration.
Not sure about comfort, but pain in ass is pretty much guaranteed! #IndianRailways
— Trains of India (@trainwalebhaiya) August 6, 2025
বলা বাহুল্য, আজানি-পুনে রুটে এই বন্দে ভারত এক্সপ্রেসটি সপ্তাহে 6দিন পুনে থেকে সকাল 9টা বেজে 25 মিনিটে ছেড়ে সন্ধ্যা 6টা 25 মিনিটে আজানি পৌঁছবে বলেই খবর। একইভাবে, আজানি থেকে সকাল 9টা বেজে 50 মিনিটে ছেড়ে রাত 9টা 50 মিনিটে পুনেতে পৌঁছবে এই ট্রেন। বলে রাখি, আজানি থেকে পুনে রুটে এই ট্রেন আবার সোমবার বন্ধ থাকবে। বাকি দুটি বন্দে ভারতের সময়সূচী এখনও জানা যায়নি।
অবশ্যই পড়ুন: RCB ছাড়ছেন বিরাট কোহলি? GT-র সহকারি কোচের সাথে অনুশীলন ঘিরেই জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাওয়া বন্দে ভারতগুলির অন্যতম বৈশিষ্ট্য এই ট্রেনগুলিতে অন্যান্য বন্দে ভারতের মতোই স্বয়ংক্রিয় দরজা থাকছে। একই সাথে এরগোনমিক সিট, ভ্যাকুয়াম টয়লেট, সিসিটিভি, অগ্নি সনাক্তকরণ ব্যবস্থা, জরুরী ইন্টারকম, পুনঃ উৎপাদনশীল ব্রেকিং সিস্টেমের মতো একাধিক ব্যবস্থা থাকবে।