৮৯-এ প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র? ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বাবা জানালেন মেয়ে এশা

dharmendra

সহেলি মিত্র, কলকাতাঃ ধর্মেন্দ্র দেওলের নাকি মৃত্যু (Dharmendra Death Rumor) হয়েছে! মঙ্গলবার সকাল থেকে এহেন খবরকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে। ভারতের বেশিরভাগ মিডিয়া হাউস এই নিয়ে খবর করে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে। তবে এখানেই যেন হঠাৎ ছন্দপতন ঘটল। না, ধর্মেন্দ্র প্রয়াত হননি। আর এই খবর নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা দেওল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

বেঁচে আছেন ধর্মেন্দ্র

এশা দেওল নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিডিয়া যেন অতিরিক্ত গতিতে কাজ করছে এবং ভুয়ো খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল রয়েছেন এবং সুস্থ হচ্ছে। আমরা সবার কাছে অনুরোধ করছি আমাদের পরিবারকে ব্যক্তিগত সময় দিক। বাবার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ।’অপরদিকে সংবাদমাধ্যমের বিরুদ্ধে খভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! একটি ব্যক্তি যিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং সুস্থ হচ্ছেন, সে সম্পর্কে দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে ভুয়ো খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বহীন। পরিবারের প্রতি যথাযথ সম্মান দেখান এবং তাদের গোপনীয়তার প্রয়োজনকে সম্মান দিন।’

বিশেষ আবেদন করেছিলেন হেমা মালিনী

এদিকে, প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী ১০ নভেম্বর সন্ধ্যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অভিনেতার একটি হাসিমুখের ছবি শেয়ার করেন। ছবিতে তিনি লিখেছিলেন, “ধরমজির জন্য যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের সকলকে ধন্যবাদ, যিনি বর্তমানে হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমরা সবাই তার সাথে আছি। আমি আপনাদের সকলকে তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।”

ধর্মেন্দ্রর বয়স ৮৯ বছর হতে পারে, কিন্তু তিনি ইন্ডাস্ট্রিতে সক্রিয়। সম্প্রতি তাকে “রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবিতে দেখা গিয়েছিল, তারপরে “তেরি বাতো.. মে অ্যায়সা উলজা জিয়া” ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন। তাকে অগস্ত্য নন্দের “ইক্কিস” ছবিতেও দেখা যাবে, যা ২৫শে ডিসেম্বর মুক্তি পাবে।

Leave a Comment