৮৯ তেই বিদায়, রয়েছে দুটি হোটেল কাম রেস্তোরাঁ! কত সম্পদ রেখে গেছেন ধর্মেন্দ্র?

Dharmendra Net Worth know about his two hotel and other property

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর থাকা হল না। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলিউডের নামজাদা অভিনেতা ধর্মেন্দ্র। শেষবারের মতো কিছুদিন আগেই শোলের অন্যতম মুখ্য চরিত্রের মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ালে পরিবারের তরফে তা নাকচ করা হয়েছিল। তবে এবার আর থাকলেন না তিনি। পিটিআইয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মুম্বইয়ের পবন হংস শ্মশানে অভিনেতাকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বলিউডের একাধিক পরিচিত মুখেরা। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বলিউডের হি ম্যান চলে যাওয়ার পর, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। পুরনো অতীত ঘেটে নানান প্রসঙ্গ তুলে স্মৃতিচারণ করছেন নেট নাগরিকরা। কেউ কেউ আবার ধর্মেন্দ্রর ব্যক্তিগত সম্পত্তি নিয়েও আলোচনা করতে ছাড়েননি। সেইসব আলাপ আলোচনার মধ্যে থেকেই উঠে এসেছে, দুটি হোটেল ব্র্যান্ডের মালিক ছিলেন হেমা মালিনীর স্বর্গগত জীবনসঙ্গী। জানা গিয়েছে, তাঁর ব্যক্তিগত সম্পদ (Dharmendra Net Worth) প্রসঙ্গেও।

দুটি হোটেল এবং একটি রিসোর্ট রয়েছে ধর্মেন্দ্রর নামে

চলচ্চিত্র জগতে চূড়ান্ত সফলতার পর একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে চেয়েছিলেন বলিউডের অতি পরিচিত মুখ ধর্মেন্দ্র কুমার। এই পাঞ্জাবি তারকা চিরকালই ভারতীয় বিশেষ করে পাঞ্জাবি ঘরানার খাওয়ার দাবারের প্রতি আকৃষ্ট ছিলেন। সেখান থেকেই যাত্রা শুরু হয় অভিনেতার প্রথম থাবা ওরফে রেস্টুরেন্ট গরম ধরমের। পরবর্তীতে 2020 সালে পৌঁছে একটি নতুন হোটেল ব্র্যান্ড চালু করেন ধর্মেন্দ্র। যার নাম দেওয়া হয় হি ম্যান।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নতুন হোটেলের শুভারাম্ভের সময় ভক্তদের উদ্দেশ্যে একটি দুর্দান্ত বার্তা লিখেছিলেন ভারতীয় অভিনেতা। তাঁর বার্তা ছিল, “প্রিয় বন্ধুরা, গরম ধরম আমার প্রথম রেস্টুরেন্ট কাম ধাবা, এখানে সাফল্যের পর আমি এখন হি ম্যান নামের একটি নতুন হোটেল ব্র্যান্ড বা রেস্টুরেন্ট চালু করছি। আপনাদের ভালবাসাকে আমি শ্রদ্ধা করি। এতদিন যা সমর্থন পেয়েছি তার জন্য আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ। ইতি আপনাদের ধরম…”

বলা বাহুল্য, গরম ধরম এবং হি ম্যান রেস্টুরেন্ট কাম হোটেল ছাড়াও কুলি ইয়ার দি নামক একটি রিসোর্ট তৈরির কাজে হাত লাগিয়েছিলেন ভারতীয় অভিনেতা। বলে রাখি, দুই হোটেল বা রেস্টুরেন্ট থেকে মাসিক কত টাকা রোজগার করতেন ধর্মেন্দ্র তার কোনও স্পষ্ট তথ্য নেই। তবে 2018 সালে একটি আইনি মামলায় রিপোর্ট পেশ করার সময় প্রতিমাসে দুই রেস্তোরাঁ থেকে 70-80 লক্ষ টাকা টার্নওভার দেখিয়েছিলেন অভিনেতা।

অবশ্যই পড়ুন: বিশ্বজয় করেও বঞ্চিত! দৃষ্টিহীন ক্রিকেটারদের ম্যাচ ফি মাত্র ৩,০০০ টাকা, স্বীকৃতি দেয়নি BCCI-ও

কত সম্পদ রেখে গেছেন ধর্মেন্দ্র?

ভারতীয় অভিনেতার মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত সম্পদ নিয়ে চর্চা বেড়েছে নেট দুনিয়ায়। অনেকেই জানতে চাইছেন, ঠিক কত সম্পদ রেখে গিয়েছেন ধর্মেন্দ্র! এ প্রসঙ্গে পরিবারের তরফে কোনও তথ্য না মিললেও 2024 সালে হেমা মালিনীর তরফে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় ধর্মেন্দ্রর নগদ সম্পদের পরিমাণ ছিল 43 লক্ষ টাকারও বেশি। এছাড়াও 4.50 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করা ছিল বিভিন্ন সংস্থার শেয়ার হিসেবে এখনো হয়েছিল। একই সাথে ওই হলফনামায় 1 কোটি টাকার গহনার হিসেব দেখিয়েছিলেন হেমা মালিনী। তবে মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, 100 একরের খামারবাড়ি, বিলাসবহুল গাড়ি, রেস্তোরাঁ সহ অন্যান্য সম্পত্তি মিলিয়ে শেষ জীবনে 450 কোটির মালিক ছিলেন ধর্মেন্দ্র।

Leave a Comment