সহেলি মিত্র, কলকাতাঃ হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো পাগল পাগল অবস্থা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষের। খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরচ্ছেন না মানুষ। এদিকে বিভিন্ন আবহাওয়াবিদরাও সেই পরামর্শই দিচ্ছেন। তাঁদের সতর্কতা অনুযায়ী, বাড়ি থেকে বেরনোর সময়ে যেন মাথায় টুপি, হাতে গ্লাভস, গায়ে মোটা বস্ত্র যেন থাকেই থাকে। যাইহোক, এরকম রেকর্ড ঠান্ডা আর কতদিন অবধি বিরাজ করবে? সেই প্রশ্নই তুলছেন মানুষ।
দক্ষিণবঙ্গে আর কতদিন এরকম ঠান্ডা থাকবে?
আজ বুধবারও বাংলার জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। সকাল থেকেই ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাহিল অবস্থা মানুষের। আর যেন নেওয়া যাচ্ছে না এই শীত। আর কতদিন এরকম ঠান্ডা থাকবে? হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে বলে বাংলায়, অর্থাৎ এখনই তীব্র ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে, পশ্চিমবঙ্গে কমপক্ষে ১১ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সকালের দিকেও ঘন কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুনঃ শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার!
দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা
তাপমাত্রা এখন আরও কমতে পারে। আলিপুর আরএমসি জানিয়েছে যে বুধবার কলকাতায় কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার দক্ষিণবঙ্গ তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে। আলিপুর আবহাওয়া কেন্দ্রের তরফে দেওয়া তথ্য অনুসারে, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় দিনের বেলায় ঠান্ডার তীব্রতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ দুটি মিলিয়ে একটি, SBI-র পর দেশে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক তৈরির পথে সরকার
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খুঁটিনাটি সম্পর্কে। জানা গিয়েছে, আজ বুধবার উত্তরবঙ্গের সব জেলার এক বা দুটি জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, দৃশ্যমানতা একদমই থাকবে না তা বলাই চলে। এদিকে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ঠান্ডা দিনের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্ত পর্যন্ত একই রকম আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
Apostasbet’s not bad. I spent sometime browsing around, felt pretty comfy. Do some comparing with other sportsbooks. apostasbet