৮ বছরের অপেক্ষা ফুরলো, শক্তিশালী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত

India In Women’s World Cup Final after beating Australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তিশালী দল অস্ট্রেলিয়া। তাঁরাই একদিনের মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে গড়েছিল রানের পাহাড়। সেই পাহাড় টপকে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় মহিলা দল। জেমিমাহ রদ্রিগেজের লড়াইকে সাক্ষী রেখেই দীর্ঘ 8 বছরের অপেক্ষায় ইতি টানল হরমনপ্রীত কৌরের দল (India In Women’s World Cup Final)। সেই সাথেই, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকেও যে গুঁড়িয়ে দেওয়া যায়, সেটা আবার প্রমাণ করে দেখালো ভারত। বলা বাহুল্য, শেষবারের মতো 2017 ওয়ানডে মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা করেছিল ভারত।

রদ্রিগেজের লড়াইতেই হারল অস্ট্রেলিয়া

চলতি মহিলা বিশ্বকাপে খুব একটা আহামরি পারফরমেন্স ছিল না ভারতের। তবে সময়ের সাথে সাথে ভাগ্যের চাকা নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে স্বদেশীরা। সেই সূত্রেই তালিকার চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন হরমনরা। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তাঁরাই প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের 1 বলে আগেই 10 উইকেট খুইয়ে 338 রান তোলে।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার 339 রানের লক্ষ্যকে সামনে রেখে জবাব দিতে নামে ভারত। তবে ইনিংসের শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি টিম ইন্ডিয়ার। ম্যাচের প্রথম দিকেই 10 এবং 24 রানে মাঠ ছাড়েন শেফালী বর্মা এবং স্মৃতি মান্ধানা। যার জেরে আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল দলের বাকিদের। কিন্তু তাতেও হার মানেনি ভারতের মেয়েরা। তৃতীয় নম্বরে ব্যাট করতে আসেন ভারতীয় মহিলা ক্রিকেটার জেমিমাহ। সেখান থেকেই নিজের ভাগ্য নিজেই লেখা শুরু করে ভারত। এদিন রদ্রিগেজের সাথে জুটি বেঁধে দুর্দান্ত ক্রিকেট দেখিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীতও। বৃহস্পতিবার, তাঁর ব্যাট থেকে 88 বলে 89 রানের দুরন্ত ইনিংস পেয়েছিল ভারত।

অবশ্যই পড়ুন: ‘আমি জঙ্গি নই, টাকাও চাই না!’ ১৭ শিশুকে পণবন্দি করে পুলিশের গুলিতে মৃত কে এই রোহিত আর্য?

বলা বাহুল্য, আজ রদ্রিগেজ এবং অধিনায়ক হরমনের জুটি জয়ের স্বপ্ন দেখিয়েছিল ভারতকে। সেখান থেকে অধিনায়কের আউট হয়ে যাওয়াটা কিছুটা হলেও ধাক্কা দেয় ভারতের সেই আশায়। তবে চালকের আসনে বসে স্বপ্ন পূরণ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন রদ্রিগেজ। এদিন বাকিদের উইকেট পড়লেও মাঠে টিকে ছিলেন ভারতের লড়াকু নারী জেমিমাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে শান্ত মাথায় লড়াই করে বুঝিয়ে দিলেন প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, মাঠ কামড়ে পড়ে থাকতে পারলে যে কেউ পরাজয় স্বীকার করতে বাধ্য। বৃহস্পতিবার ম্যাচ শেষে সেটাই হল। 5 উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রদ্রিগেজ। এদিন তাঁর ব্যাটে 134 বলে 14টি বাউন্ডারি সহযোগে 127 রানের প্রশংসনীয় ইনিংস দেখেছে ক্রিকেটবিশ্ব। তাতেই এখন মহিলা বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। আসন্ন নভেম্বরের দ্বিতীয় দিন, রবিবার দক্ষিণ আফ্রিকার নারীদের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত।

Leave a Comment