৮ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন! আজ থেকেই শুরু প্রক্রিয়া, কত শূন্যপদ?

West Bengal Primary Teacher Recruitment

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ এইমুহুর্তে যেন এক বড় ঝঞ্ঝাট হয়ে দাঁড়িয়েছে। আর সেই ঝঞ্ঝাটের মাঝে ফের খবরের শিরোনামে উঠে এল প্রাথমিক শিক্ষক নিয়োগ (West Bengal Primary Teacher Recruitment)। টানা ৮ বছর পর অপেক্ষার অবসান। কারণ আজ থেকেই শুরু হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন। যদিও শূন্যপদের সংখ্যা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও পদসংখ্যা অত্যন্ত কম রাখা হয়েছে। অবশ্য এখনো পর্যন্ত এই বিষয়ে পর্ষদের তরফে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

মোট ৫০ নম্বরের উপর মূল্যায়ণ করা হবে!

শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চলতি বছর এসএসসি-সহ রাজ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। গত সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে রাজ্যে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। মোট ৫০ নম্বরের উপর মূল্যায়ণ করা হবে পরীক্ষার্থীদের। এর মধ্যে মাধ্যমিকের জন্য থাকবে ৫ নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য থাকবে ১০ নম্বর, এনসিটিই অনুমোদিত প্রশিক্ষণের জন্য থাকবে ১৫ নম্বর, টেট-এর জন্য থাকবে ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জন্য থাকবে ৫ নম্বর, সাক্ষাৎকারের জন্য থাকবে ৫ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য থাকবে ৫ নম্বর। এমতাবস্থায় আজ থেকেই প্রাথমিকে শিক্ষক প্রক্রিয়া শুরু হতে চলেছে।

অনলাইন পোর্টালের মাধ্যমে করা হবে আবেদন

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, আজ অর্থাৎ বুধবার, ১৯ নভেম্বর থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ২০১৭ সালের পর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ থমকে গিয়েছিল। শূন্যপদ না থাকার দোহাই দিয়ে সমস্ত প্রক্রিয়া থমকে গিয়েছিল। তাই ৮ বছর পর অবশেষে আজ থেকে পুনরায় প্রাথমিকে নিয়োগের জন্য আবেদন শুরু হতে চলেছে। জানা গিয়েছে অনলাইন পোর্টালের মাধ্যমে TET উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৫-এর নিরিখে ৪০ বছরের মধ্যে হতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ১০ নম্বর নিয়ে চরম বিক্ষোভ SSC পরীক্ষার্থীদের! হাইকোর্টে দায়ের মামলা, চলছে আন্দোলনও

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেই শূন্যপদ জানানো হয়েছিল তাই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। হতাশার সুরে তাঁদের দাবি, ৮ বছর পরে নিয়োগ হচ্ছে। অথচ মাত্র ১৩,৪২১টি শূন্যপদে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এদিকে স্কুল সার্ভিস কমিশন বা SSC শূন্যপদ বাড়াতে পারে বলে আলোচনা চলছে, তাহলে কেন প্রাইমারির ক্ষেত্রে বাড়ানো হচ্ছে না শূন্যপদ? যদিও সেই নিয়ে এখনও কিছু জানায়নি পর্ষদ। অন্যদিকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ২০২৫-এ অ্যাপটিটিউড টেস্টের ৫ নম্বর একটি বিশেষ ক্ষেত্রে সংযুক্ত হয়েছে। কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকা এবং প্যারা-টিচারদের ক্ষেত্রে এই ৫ নম্বর স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে তার জন্য আলাদা পরীক্ষায় বসতে হবে না। আসলে কর্মরত শিক্ষকদের সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

Leave a Comment