৮ মাস পর ভারত থেকে লঙ্কা গেল ওপার বাংলায়, দাম কমায় স্বস্তিতে পদ্মাপাড়ের জনতা

Green Chili Export

সৌভিক মুখার্জী, কলকাতা: অতিবৃষ্টির কারণে মাঠে মারা গিয়েছিল লঙ্কা চাষ। হ্যাঁ, ক্ষেতের পর ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল লঙ্কা। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম একেবারে আকাশ ছুঁয়েছিল বলা চলে। তবে অবশেষে কিছুটা হলেও স্বস্তির খবর মিলল ওপার বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে।

জানা গিয়েছে, শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে 8.4 মেট্রিক টন কাঁচামরিচ পদ্মাপাড়ে প্রবেশ (Green Chili Export) করেছে। আর এর প্রভাব সরাসরি বাজারে দেখা যাচ্ছে। এক লাফে প্রতি কেজিতে প্রায় 20 টাকা দরপতন হয়েছে কাঁচামরিচের।

বাজারে দামের তারতম্য

ওপার বাংলার সংবাদমাধ্যম অনুযায়ী, চাপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের ব্যবসায়ী বুদ্দু ইসলাম জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই কাঁচামরিচের দাম ক্রমশ আগুন ছোঁয়া হচ্ছিল। শুক্রবারও মরিচ বিক্রি হয়েছে 180 টাকা থেকে 200 টাকা প্রতি কেজি দরে। তবে আজ আমদানির পর বাজারে দাম 140 টাকা 160 টাকায় নেমে এসেছে। আর যদি আমদানি বজায় থাকে, তাহলে দাম আরো কমবে।

এদিকে বেসরকারি বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানিয়েছেন, শনিবার সারাদিন মাত্র একটি ট্রাকেই 8.4 মেট্রিক টন কাঁচামরিচ এদেশে এসে পৌঁছেছে। যদিও পরিমাণ খুব একটা বেশি নয়। তাহলেও চাহিদার বাজারে কিছুটা প্রভাব পড়ছে।

অন্যদিকে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পরিচালক সমীরচন্দ্র ঘোষ বলেছেন, বাংলাদেশের এই স্থলবন্দর দিয়ে সচরাচর সেরকম কাঁচামরিচ আসে না। তবে আজকে অন্যান্য পণ্যের সঙ্গে অনেকটাই কাঁচামরিচ আমদানি করা হয়েছে। হ্যাঁ, প্রায় 8.4 মেট্রিক টন কাঁচামরিচ পৌঁছেছে এপারে। ফলে বাজারে দামে অনেকটাই প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ উত্তর থেকে দক্ষিণ, এয়ারপোর্ট পৌঁছতে গেলে ঠিক কতটা কাজে আসবে কলকাতা মেট্রো?

প্রসঙ্গত জানিয়ে রাখি, দীর্ঘ 8 মাস ধরেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। তবে সেই 8 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কাঁচামরিচ প্রবেশ করেছে। হিলি স্থলবন্দর সূত্রে জানা গিয়েছে, সর্বশেষ গত বছর 14 নভেম্বর ভারত থেকে তিনটি ট্রাকে 31 টন 83 কেজি কাঁচামরিচ আমদানি করা হয়েছিল। এরপর 7 মাস 26 দিন ভারত কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছিল। অবশেষে আমদানির পথ খোলায় কিছুটা হলেও স্বস্তি পাবে ওপার বাংলার মানুষজন।

Leave a Comment