৯০ টাকা পার, ডলারের পরিবর্তে সর্বকালের সর্বনিম্ন ভারতীয় রুপির মান! আজকের রেট

Indian Rupee vs US Dollar

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও দুর্বল হলে ভারতীয় রুপি (Indian Rupee vs US Dollar)। এবার ৯০ এর গণ্ডি পার করল দেশের মুদ্রা। ডিসেম্বরের ৩ তারিখ সকালে বাজার খুলতেই রুপির মান একেবারে সর্বনিম্ন স্তরে নেমে গেল। মার্কিন ডলার বিপরীতে রুপির দাম এবার পৌঁছল ৯০.১৬ টাকায় যা ভারতের অর্থনীতির জন্য ঘোর সঙ্কটের ইঙ্গিত। কিন্তু হঠাৎ করে কেন এতটা পতন হচ্ছে রুপির মূল্য?

বলে রাখি, আজ দিনের শুরুতে রুপির মান ছিল ৮৯.৯৬ টাকা। তবে মুহূর্তের মধ্যে তা ৯০.১৩ টাকায় নেমে যায়। এমনকি নামতে নামতে তা ৯০.১৬ টাকায় চলে আসে। আগের ট্রেডিং শেষ হয়েছিল ৮৯.৮৭ টাকায়। ফলত বোঝাই যাচ্ছে, কীভাবে রুপির মান দিনের পর দিন তলানিতে ঠেকছে যা ভারতের অর্থনীতির জন্য ভয়াবহ দুঃসংবাদ।

কেন এত তলানিতে রুপির মান?

কারেন্সি বিশেষজ্ঞরা বলছে, রুপির এই ভয়াবহ পতনের পিছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে। প্রথমত, বিদেশী বিনিয়োগকারীরা এখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পাশাপাশি, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দিনের পর দিন অনিশ্চয়তা বাড়ছে। তবে ডলার ইনডেক্স দুর্বল হলেও রুপির অবস্থা কোনওভাবেই উন্নতি হয়নি। বিশেষজ্ঞরা বলছে, বাণিজ্য আলোচনার অগ্রগতি থমকে রয়েছে। বিদেশি পুঁজির অনবরত আউট-ফ্লো রুপির উপর দিনের পর দিন চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে সিআর ফরেক্স অ্যাডভাইজরসের ম্যানেজিং ডিরেক্টর অমিত পবারি বলছেন, রুপির মূল্য ৮৮.৯০ টাকা থেকে ৯০.২০ টাকার মধ্যে থাকতে পারে। ৮৮.৮০ থেকে ৮৯.০০ শক্তিশালী সাপোর্ট জোন। ৮৯ এর নীচে নেমে গেলে তবেই রুপির শক্তি আবারও ফেরত পাওয়ার ইঙ্গিত পাওয়া যাবে। এদিকে ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজরসের এক বিশেষজ্ঞ বলছেন, যদি ৯০ এর স্তরে আরবিআই সাপোর্ট কমিয়ে দেয়, তাহলে এই সাইকেলে রুপির মূল্য ৯১ এর নীচে নামার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ৩৮ টাকা বাড়ল ঘরোয়া LPG সিলিন্ডারের দাম!

বলাবাহুল্য, মুদ্রার এই টালমাটাল অবস্থার মধ্যেও রিজার্ভ ব্যাঙ্কের মলিটারি পলিসি কমিটির বৈঠক শুরু হচ্ছে। আগামী ডিসেম্বরের ৫ তারিখ সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে ডিসেম্বরের ১০ তারিখ। বিশেষজ্ঞরা বলছে, যদি আরবিআই আবারও সুদের হার কমায়, তাহলে বাজারে সেলিং প্রেশার তৈরি হতে পারে। তবে রুপির দুর্বলতা আরও বাড়বে কিনা তা এখন ভাববার বিষয়।

Leave a Comment