সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে তলানিতে ঠেকছে (Indian Rupee vs US Dollar)। গত পরশুদিন ৯০ এর গুন্ডি পার করেছিল রুপি। তবে রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি ঘোষণার আগেই ডলারের তুলনায় ভারতীয় রুপির মান কিছুটা শক্তিশালী অবস্থান করল। গতকাল বন্ধের পর ৮৯.৯৮ টাকা থাকলেও আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৮৯.৮৫ টাকা। অর্থাৎ, সামগ্রিকভাবে ১৩ পয়সা বৃদ্ধি।
বাজার বিশ্লেষকরা মনে করছে, সাম্প্রতিক সময়ে কনজিউমার প্রাইস ইনডেক্সের মুদ্রাস্ফীতি দুই মাস ধরে একদম তলানিতে রয়েছে। আর এর ফলে রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাতে পারে। এমনই আভাস পাওয়া যাচ্ছে। অর্থনীতিবিদ বিশেষজ্ঞ, তহবিল ব্যবস্থাপক ও ট্রেজারি বিশেষজ্ঞদের সমীক্ষায় এই সম্ভাবনাই উঠে এসেছে। তবে রুপির মান কোথায় গিয়ে ঠেকবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
রেপো রেট কাট হলে রুপির উপর পড়তে পারে চাপ
শিনহান ব্যাঙ্কের ট্রেজারি প্রধান কুনাল সোধানি বলেছেন, রুপি ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে। যদি রেপো রেট কমানো হয়, তাহলে সুদের হারের ব্যবধান আরও বাড়বে। পাশাপাশি বিদেশী মূলধন বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে এবং রুপির পতন আরও তাড়াতাড়ি হতে পারে। কিন্তু আরবিআই এর হস্তক্ষেপের ফলে কিছুটা হলেও শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রা।
এদিকে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা দিনের পর দিন বাড়ছে। যার ফলে রুপি নতুন করে রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। হ্যাঁ, ডলারের বিপরীতে ৯০ এর নীচে নামা ভারতীয় মুদ্রার জন্য খুব একটা সন্তোষজনক বিষয় নয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিশ্লেষকরা মনে করছে, রুপি এখন অতিরিক্ত নিম্ন মূল্যে ট্রেড করায় বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ আবারও বাড়তে পারে। ফলে অতিরিক্ত পতনের সম্ভাবনা আপাতত সীমিত। আপাততভাবে রুপি ৮৯.৮০ থেকে ৯০.২০ টাকার মধ্যেই লেনদেন করতে পারে।